রাজ্য

‘জেলে যাওয়ার পর মনে পড়ল? পালানোর রাস্তা নেই তাই এখন বিজেপির নাম’, তাপসের বিজেপি যোগের দাবী নিয়ে কুন্তলকে টিপ্পনী দিলীপের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গতকাল, শুক্রবার এক বিস্ফোরক দাবী করেছেন। এই মামলায় নাম জড়ানো তাপস মণ্ডলের (Tapas Mandal) সঙ্গে নাকি বিজেপির (BJP) যোগ রয়েছে, এমনই দাবী কুন্তলের। রাজনৈতিক ষড়যন্ত্রের জেরেই তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। তাঁর এই মন্তব্য নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে বেশ আলোচনা শুরু হয়েছে। এবার কুন্তলের এই দাবী প্রসঙ্গে পাল্টা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আজ, শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে কুন্তলের দাবীর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “জেলে যাওয়ার পর মনে পড়ল? কেউ শিখিয়ে দিয়েছে মনে হয়। কবে থেকে ধরেছে। এতদিন কিছু বলেননি তো। তাপস মণ্ডল বা যেই হোক, যার সঙ্গে আপনারা এইসব কাজ করছিলেন, তখন কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল মনে পড়েনি”।

মেদিনীপুরের সাংসদের আরও সংযোজন, “আজ যখন পালানোর রাস্তা নেই, তখন বিজেপির নাম বলছেন! আপনার বাড়ি থেকে ওএমআর শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। অর্থাৎ আপনার অপকর্মের প্রমাণ আছে। তাপস মণ্ডল বিজেপি কিনা, সেটা তো আপনাকেই তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। আপনার বাঁচার রাস্তা নেই”।

প্রসঙ্গত উল্লেখ্য, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবী করেছিলেন যে চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। সেই দাবীর পক্ষে প্রমাণ পেয়ে গত ২১ জানুয়ারি চিনার পার্কে কুন্তলের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। তারপর গ্রেফতার করা হয় তাঁকে। এরপর থেকে ইডি হেফাজতে রয়েছেন কুন্তল। হেফাজতে থাকাকালীন কুন্তল পাল্টা দাবী করেন যে তাপস নাকি তাঁর থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন কিন্তু তিনি তা দেন নি বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি।

শুধু তাই-ই নয়, গতকাল, শুক্রবারও তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক দাবী করেন তৃণমূল যুব নেতা। তিনি বলেন যে তাপসের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবী করেন কুন্তল। আদালতে গিয়েও তিনি একথা জানাবেন বলে জানান। তাঁর এই মন্তব্যের পরই এবার খোঁচা দিলীপ ঘোষের।

Back to top button
%d