রাজ্য

বঙ্গ নির্বাচনে সব দল একসঙ্গে হয়ে গেলেও বিজেপি জিতবে, হুঁশিয়ারি দিলীপের! 

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। এই উত্তপ্ত পরিস্থিতিতেই হেস্টিংসে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল ত্যাগী বিজেপিতে আসা বিধায়করা প্রার্থী হবেন কি না সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “কে টিকিট পাবে তা দল ঠিক করবে। বাম-কংগ্রেসের জোটের প্রসঙ্গে বলেন, এতে বিজেপির প্রতিযোগিতা বাড়ার কোন‌ও প্রশ্নই ওঠে না। বিজেপি মানুষের বিশ্বাস জিতেছে।”

আরও পড়ুন-WB Election 2021: বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!রাজ্য বিজেপির প্রদেশ অধ্যক্ষ’র দাবি সব দল একসঙ্গে হয়ে গেলেও বিজেপি জিতবে, দাবি তাঁর। দলে তারকাদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “এর আগেই ছবির তারকারা বিজেপির হয়ে জিতেছেন, যাঁরা নিজের জীবনে সফল হয়েছেন, তাঁরা জানেন কীভাবে ভালো কাজ করতে হয়।”

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

এই হাইভোল্টেজ নির্বাচনের ফল কি হবে তা সময়‌ই বলবে। ‌

Back to top button
%d bloggers like this: