রাজ্য

গতকালের পর আজও ফের দুর্যোগের আশঙ্কা, বিকেল গড়ালেই শুরু হবে ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

গতকাল, বৃহস্পতিবার একদফা কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গ। গতকালের পর আজ, শুক্রবারও দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হতে পারে বলে খবর।। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টি ও বজ্রপাতও হওয়ার সম্ভাবনা।

আজ, শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আজ, শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়তেই দেখা মিলেছে রোদের। তবে কোথাও কোথাও আবার বজ্রগর্ভ মেঘও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি।

আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার ও সোমবার তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। চলতি সপ্তাহেই আন্দামানে বর্ষা ঢুকছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দামানে তাড়াতাড়ি এলেও এই বছর কেরলে বর্ষা আসতে দেরি হবে। কেরলে বর্ষা ঢুকতে ঢুকতে প্রায় ৪ই জুন। এর জেরে বাংলাতেও দেরিতেই বর্ষা ঢুকতে পারে।

Back to top button
%d bloggers like this: