একমাস ধরে মেরামতির কাজ চলবে হাওড়া ব্রিজে, প্রবল যানজটের আশঙ্কা, ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের

মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে। কলকাতা ট্র্যাফিক পুলিশের থেকে অনুমোদনও মিলেছে ইতিমধ্যেই। কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে জানানো হয়েছে, একটানা ২৭ দিন কাজ চলবে হাওড়া ব্রিজে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয়, তাহলে সময়সীমা বাড়ানো হবে।
জানা যাচ্ছে, হাওড়া ব্রিজে মেরামতির কাজ শুরু হবে রাত ১০টা থেকে। রাতের দিকে যানবাহনের চাপ অনেকটা কম থাকে। কাজ চলবে ভোর ৬টা পর্যন্ত। জানা গিয়েছেম ব্রিজের এক-তৃতীয়াংশে চলবে কাজ। তবে অপর অংশে যান চলাচল স্বাভাবিক থাকবে। কাজ চলাকালীন যাতে কোনওভাবে যানজট না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য সবরকমের পদক্ষেপ করছে কলকাতা ও হাওড়া পুলিশ।
গত ১৯ এপ্রিল যৌথভাবে হাওড়া ব্রিজ পরিদর্শন করেন কলকাতা পুলিশ, হাওড়া কমিশনারেট, কলকাতা বন্দর কর্তৃপক্ষ। পরিদর্শনের পর স্থির করা হয় যে ন’টি পর্যায়ে মেরামতির কাজ হবে। ১০ মে লালবাজার থেকে মেরামতির কাজের জন্য অনুমোদন দেওয়া হয়। মেরামতির জন্য রাতের সময়কেই বেছে নেওয়া হয়।
রাতে কাজ হলেও, ভোগান্তির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাতের দিকে হাওড়ামুখী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও যাত্রীদের যাতে কোনওভাবেই সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রাখছে প্রশাসন।