রাজ্য

আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার অভিষেকের, তৃণমূল সাংসদের চোখের ছবি পোস্ট করে নিন্দুকদের একহাত নিলেন কুণাল

দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে আমেরিকার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেই হাসপাতালেই চোখের অস্ত্রোপচার (eye surgery) হয়েছে তাঁর। অভিষেকের চোখের ছবি টুইট করে এবার নিন্দুকদের তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের মণি ছাড়া বাকি অংশ টকটকে লাল। চোখের আশেপাশের অংশ ফোলা রয়েছে তাঁর। চোখের নিচে অস্ত্রোপচারের দাগ স্পষ্ট।

এই ছবি পোস্ট করে কুণাল লেখেন, “যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তার চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। ওর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিলেন অভিষেক। চোখে ভয়ংকর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়। মাথা যন্ত্রণা শুরু হয়। কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক”।

বলে রাখি, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়িটি। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় অভিষেকের।

এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল সাংসদ। আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে। সম্প্রতি নবান্নে ঘনিষ্ঠ মহলে অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Back to top button
%d bloggers like this: