রাজ্য

নিজের কেন্দ্রে প্রচারে গিয়েও বিপত্তি, ‘গো-ব্যাক’ স্লোগান শুনলেন সায়নী ঘোষ

পশ্চিমবঙ্গে ২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় যেন তারকাদের হাট। শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি দুই আয়গায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তাদের মানুষ রাজনৈতিক ক্ষেত্রে নয় বরং সিনেমার পর্দায় দেখতেই বেশি অভ্যস্ত। তাঁরাও জোর কদমে নেমে পড়েছেন ভোট প্রচারে। কোনও খামতি রাখতে চাইছেন না। আর এই প্রচারে গিয়েই বিপত্তি ঘটল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। প্রচারে গিয়ে সায়নীকে শুনতে হল ‘গো-ব্যাক স্লোগান’।

প্রসঙ্গত স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে ঢুকেছিলেন সায়নী, তখনই মন্দির বাইরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ‘গো-ব্যাক স্লোগান সায়নী ঘোষ’ দিয়ে। সায়নী এই বিষয়ে বলেছেন, এই সবই বিজেপি কর্মীদের চক্রান্ত। এই বিক্ষোভের মূলেই রয়েছে তারা। তৃণমূল প্রার্থী সায়নী বলেন, “বিজেপির লোকেরা যা করার করেছে। চারজন যদি গো-ব্যাক স্লোগান দেয়, তাহলে চার হাজার ওয়েলকাম স্লোগানও আছে।”

আরও পড়ুন: বামপন্থী বন্ধুরা ভোটটা আমাদের দিন: ভোটের আগে এ কেমন আহ্বান তৃণমূল সুপ্রিমোর!

West Bengal Election 2021: আসানসোলে মন্দিরে ঢুকতেই Saayoni-কে 'গো-ব্যাক'

এর আগেও সায়নীকে নিয়ে আসানসোলে ঝামেলা হয়েছিল। প্রচারে করতে এসে বিবেকানন্দের মূর্তিতে সায়নী ঘোষের মাল্যদানকে ঘিরে শুরু হয়েছিল সংঘর্ষ। সেই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে বলেছেন, “সায়নী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, তাই বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়ার অধিকার তাঁর নেই।” এদিনও জানা গিয়েছে, সায়নী বেরিয়ে গেলে মন্দির চত্বর গোবরজল দিয়ে ধোয়া হয়।

Back to top button
%d