রাজ্য

প্রচণ্ড দাবদাহের জেরে জ্বলছে রাজ্য, পড়ুয়াদের কথা মাথায় রেখে সোমবার থেকেই স্কুল-কলেজে গরমের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

তীব্র দহনজ্বালা আদৌ কবে কমবে, তা ঠিক নেই। এমন আবহে এবার সোমবার থেকেই স্কুল-কলেজগুলিতে গরমের ছুটির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সাতদিন বন্ধ স্কুল-কলেজ। শনিবার ইদের জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি। সেই কারণে গোটা সপ্তাহটাই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মমতা।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে আরও কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি চলবে রাজ্যে। বাড়বে গরমও। এর ফলে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই বিপদ এড়াতেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, অত্যধিক গরমের কারণে গরমের ছুটি আগেই এগিয়ে এনেছিল রাজ্য সরকার। এবার প্রচণ্ড দাবদাহের কারণে আগামী সপ্তাহেই ছুটি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। । দ্রুত এই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাকে কয়েকজন পড়ুয়া জানিয়েছে গরমে স্কুলে গেলে মাথাব্যথা করছে। মাথাব্যথা হিটস্ট্রোকের লক্ষ্মণ। এমন অবস্থায় কী করে অমানবিক হব”।

তপ্ত গরমে পুড়ছে গোটা বাংলা। চামড়ায় জ্বালা ধরানো গরমে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। এমন পরিস্থিতি বজায় থাকবে আরও ২-৩ দিন। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। হাওয়া অফিসের মতে, শুক্রবার পর্যন্ত এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী চার-পাঁচদিনে অন্তত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এমন পরিস্থিতিতে ১১টা থেকে ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনো, প্রচুর জলপানের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল ছুটি নিয়ে শিক্ষকদের একাংশ বলছে, এত ছুটি দিলে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে সমস্যা হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন. “প্রয়োজনে পরে অতিরিক্ত ক্লাস করে পরে সিলেবাস শেষ করা হবে।

Back to top button
%d bloggers like this: