রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মাস্টারস্ট্রোক মমতার, ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরেই চালু করলেন নতুন কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’

এবার ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরেই চালু করা হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হেল্পলাইন নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০। এই নম্বরে ফোন করে রাজ্যের মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। এই নম্বরে ফোন করলে প্রথমেই মুখ্যমন্ত্রীর কণ্ঠে একটি বার্তা শোনা যাবে। তারপর যিনি ফোন করেছেন, তিনি নিজের সমস্যার বিষয়ে জানাতে পারবেন।

 ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এই নম্বরটিই প্রথমবার ব্যবহার করা হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের পর ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিজেদের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেন তৃণমূল। সেই বছর জুলাই মাসের শেষে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় এই হেল্পলাইন নম্বরটি চালু করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের নানান প্রান্তের সাধারণ মানুষের নানান সমস্যার সমাধান করেছিল তৃণমূল। এর ফলও মিলেছিল হাতেনাতে। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে চালু করা হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রাক্তন মুখ্যসচিব আলাপ্ন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। এই কর্মসূচি ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, “এই নম্বরে ফোন করে রাজ্য সাধারণ মানুষ নিজের অসুবিধা ও সমস্যার কথা জানাতে পারবেন। নবান্ন থেকেই সরাসরি সাধারণ মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে”।

ওয়াকিবহাল মহলের মতে, এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে বেশ সুফল পেয়েছে রাজ্য সরকার। সেই কারণে এবার পঞ্চায়েত নির্বাচন সর্বোপরি লোকসভা নির্বাচনের আগে এই নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে শাসক দলের তরফে। মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করছেন, এমন ভাবধারা যদি আনা যায়, তাহলে শাসক দলের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেই মনে করছে তৃণমূল।

২০১৯ সালে যখন যখন ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করা হয়, সেই সময় ভোটকুশলী প্রশান্তের সংস্থা আইপ্যাক ছিল তা পরিচালনার দায়িত্বে। তবে এবার রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের হাত দিয়ে এই কর্মসূচি রূপায়িত করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, শুক্রবার থেকে গণমাধ্যমে প্রচার করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র কর্মসূচি প্রচার করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Back to top button
%d bloggers like this: