WB Election 2021: ‘ভেবেই রেখেছিলাম এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হব, মডেল নন্দীগ্রাম করে তুলব’, নন্দীগ্রাম সভা থেকে মমতা

হঠাৎ কোনও সিদ্ধান্ত নেননি, ঠিকই করে রেখেছিলেন যে নন্দীগ্রাম বা সিঙ্গুরের মধ্যেই কোথাও একটা থেকে দাঁড়াবেন। সেই অনুযায়ীই কাজ করেছেন তিনি। নন্দীগ্রাম সভা থেকে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নন্দীগ্রামের মাটি থেকেই আন্দোলনের সূত্রপাত, তাই এখান থেকেই তিনি ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেন জানান তৃণমূল সুপ্রিমো।
আসন্ন নির্বাচনে নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ হলেন তাঁরই এককালের সহযোদ্ধা বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। মমতার নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে গেরুয়া শিবির থেকে বারবার কটাক্ষ করা হয়েছে। শুভেন্দু চ্যালেঞ্জ নিয়ে বলেছেন যে নন্দীগ্রামে মমতাকে তিনি ৫০ হাজার ভোটে হারাবেন।
আরও পড়ুন- ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
মমতা এও বলেন যে নন্দীগ্রামের মানুষ চেয়েছেন বলেই তিনি সেখানে প্রার্থী হয়েছেন। সেখানকার মানুষের উন্মাদনা দেখেই তিনি এই সিদ্ধান্তে অনড় থাকেন। তারা না চাইলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, এমন কথাও বলেন মমতা।
আগামীকাল, বুধবার হলদিয়ায় গিয়ে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মমতা। ১১ঈ মার্চ শিব চতুর্দশী পুজো দিয়েই কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
আজ, মঙ্গলবার নন্দীগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় তিনি বলেন যে আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করে তুলবেন। তিনি এও আশ্বাস দেন যে নন্দীগ্রামের কেউ বেকার থাকবে না। শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না।