রাজ্য

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এবার যোগ মমতারও, একই মঞ্চে থাকবেন পিসি-ভাইপো, সাগরদিঘি থেকে ভয় পেয়েই কী এত প্রচার?

মালদহে জনসংযোগের জন্য এবার দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপাল তৃণমূল। আগামীকাল, বৃহস্পতিবার মালদহের ইংলিশবাজারে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চেই এবার দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

উত্তরবঙ্গ দিয়েই তৃণমূলের নবজোয়ারের কর্মসূচি শুরু করেছেন অভিষেক। কোচবিহার থেকে উউত্র দিনাজপুর, সর্বত্র সভা করেছেন তিনি। কখনও মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, তো কখনও আবার দণ্ডি কাটা আদিবাসীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গের কর্মসূচি শেষ হবে।

আগামীকাল, বৃহস্পতিবার ইংলিশ বাজারে বিকেল ৪টে নাগাদ জনসভায় করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজই দু’দিনের সফরে মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৪ মে অভিষেক ও মমতাকে যে একসঙ্গে নবজোয়ার কর্মসূচিতে দেখা যাবে, দলের তরফে সেই ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। এবার তা পরিষ্কারও হয়ে গেল। জানা গিয়েছে, অভিষেকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যও রাখবেন। যা বেশ তাৎপর্যপূর্ণ।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই কারণে জনসংযোগের উপর বেশ জোর দিচ্ছে তৃণমূল। মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের অভাব-অভিযোগ, সমস্যার কথা জানতে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের তরফে। উত্তরের জেলাগুলি থেকে তৃণমূল ভালো ফল করার লক্ষ্যেই এগোচ্ছে। এমতাবস্থায় যদি তৃণমূল সুপ্রিমো অভিষেকের সভায় যোগ দেন, তাহলে তা বেশ জোরদার হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অভিষেক যখন সভা করছেনই, তাহলে সেখানে তৃণমূল নেত্রীও কেন যোগ দিচ্ছেন! অনেকের মতেই, সাগরদিঘি উপনির্বাচন থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দল। পঞ্চায়েত নির্বাচনে কোনওভাবেই একচুলও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।

Back to top button
%d bloggers like this: