BREAKING: তারকাময় তৃণমূলের প্রার্থী তালিকা! নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা মমতার

কথাই ছিল আজ তৃণমূলের তরফে ঘোষণা করা হবে আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা। সেই অনুযায়ীই কাজ হল। একসঙ্গে ২৯৪টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চাকে কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াং-এর আসন ছেড়ে দেওয়া হচ্ছে। মমতা যা বলেছিলেন, তাই-ই হল। নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছে তিনি নিজেই। তবে তাঁর নিজের গড় ভবানীপুরে দাঁড়াবেন শোভনদেব চট্টোপাধ্যায়।
এখনও পর্যন্ত জানা গিয়েছে, রাজারহাট থেকে প্রার্থী হচ্ছেন অদিতি মুন্সী, রাসবিহারী থেকে ভোটে দাঁড়াচ্ছেন দেবাশিস কুমার, বাঁকুড়ার প্রার্থী সদ্য ঘাসফুলে যোগ দেওয়া সায়ন্তিকা, মেদিনীপুর টাউনে দাঁড়াচ্ছেন জুন মালিয়া।
আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে
অন্যদিকে, বেলগাছিয়া থেকে প্রার্থী হয়েছেন অতীন ঘোষ, উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক, দমদম উত্তর থেকে ভোটে দাঁড়াচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুরে ভোটে দাঁড়াবেন রাজ চক্রবর্তী। বেহালা পূর্ব থেকে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, কামারহাটি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন মদন মিত্র।
আবার, জানা গিয়েছে, দেবরা থেকে ভোটে দাঁড়াচ্ছেন হুমায়ূন কবীর, সিঙ্গুর থেকে বেচারাম মান্না, শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছেন ওমপ্রকাশ মিশ্র, হাওড়া শিবপুরের প্রার্থী মনোজ তিওয়ারি, কৃষ্ণনগর থেকে প্রার্থী হচ্ছেন কৌশানি মুখোপাধ্যায়, চাঁদিপুরের প্রার্থী সোহম চক্রবর্তী।
বাকী নাম জানতে চোখ রাখুন এই পেজে।