রাজ্য

ফের উঠল ‘বিষ্ণুমাতা’র কথা! অমিত শাহকে হিন্দুত্বের পাঠ দিতে গিয়ে ভুল সরস্বতী মন্ত্র বললেন মমতা

গতকাল পৈলানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় নিজেকে হিন্দু বলে দাবী করে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কান ধরে হিন্দুত্বের পাঠ পড়ানোর কথা বলেন। এদিন জনসভাতে ফের একবার ‘বিষ্ণুমাতা’র কথা মনে করিয়ে দেন তিনি। কথার প্রসঙ্গে এও বলেন যে অর্জুন শ্রী কৃষ্ণের রথ চালাতেন।

গতকাল জনসভায় ফের একবার বিজেপিকে ‘বহিরাগত’ বলে দাগেন মমতা। এও বলেন যে বিজেপি সরস্বতী পুজোর মন্ত্র জানে না। এরপর তিনি নিজেই গড়গড় করে সরস্বতী পুজোর মন্ত্র আওড়াতে শুরু করেন। তবে বিজেপিকে পুজোর মন্ত্র শেখাতে গিয়ে  নিজেই ভুল মন্ত্র উচ্চারণ করেন তিনি।

আরও পড়ুন- Amit Shah in Bengal: দুর্নীতিবাজদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে, কাকদ্বীপের সভা থেকে শাহ্’র হুঁশিয়ারি

এদিন মমতা বলেন, “সরস্বতী পুজোর মন্ত্র জানো তোমরা? আচ্ছা করকে কান খুলকে শুননা। হাম কেহ রাহা হু, আমি বলছি”। এরপর মন্ত্র উচ্চারণ করে তিনি বলেন, “জয় জয় দেবী, চরাচর সারে। কুচসিচো ভুইতো মুক্তা হারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী সরস্বতৈ নমঃ নমঃ”।

এদিনে সভায় বিজেপিকে হিন্দুত্বের পাঠ পড়াতে গিয়ে একাধিক হিন্দু দেবদেবীর নামও নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই আবারও ওঠে ‘বিষ্ণুমাতা’র নাম। এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন যে ওরা নাকি হিন্দু ধর্ম নিয়ে বড়সড় কথা বলে, ওরা মনে করে মমতা হিন্দু নন।

আরও পড়ুন- WB Election 2021: বাংলা জয়ের দিকে আরও এক ধাপ! ২৮শে ফেব্রুয়ারি বাংলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী

এমনকি, সভায় উপস্থিত জনতাকে মমতা বলেন যে সেখানে যারা যারা হিন্দু রয়েছেন, তারা যেন হাত তোলেন। এরপর বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “তুমি আমাদের হিন্দু ধর্ম শেখাতে এসেছ? আমরা তোমাদের কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি”। এরপর তিনি এও দাবী করেন যে, অর্জুন শ্রী কৃষ্ণের রথ চালাতেন।

তবে, তিনি যে এই প্রথম সরস্বতী মন্ত্র ভুল উচ্চারণ করলেন, তা নয়। এর আগেও তিনি একবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একই ভাবে ভুল সরস্বতী মন্ত্র উচ্চারণ করেছিলেন। সরস্বতী পুজোকে ‘বসন্ত উৎসব’ বলেও আখ্যা দেন তিনি। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। এমনকি, বিজেপিকে আক্রমণ করতে গিয়েই তিনি ‘বিষ্ণুমাতা’ ও ‘যৌন ধর্ম’-এরও আবিষ্কার করেন।

Back to top button
%d bloggers like this: