রাজ্য

বাড়িতে বোমা বাঁধার সময় হাতেনাতে ধরা পড়ল বাম-কংগ্রেস জোটপ্রার্থী, গ্রেফতার, পঞ্চায়েত ভোটে অশান্তির চেষ্টা? হইচই বীরভূমে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক অশান্তির ঘটনা উঠে এসেছে। বোমাবাজি, গুলিবর্ষণ বাদ যায়নি কিছুই। প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের। এমন আবহের মধ্যে এবার বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কয়েকজন।

বাড়িতে বসে বোমা বাঁধার সময় পুলিশের হাতে গ্রেফতার বাম-কংগ্রেস জোটপ্রার্থী। এই প্রার্থীর সঙ্গে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সেখান থেকে দুই ড্রাম ভর্তি বোমা, বোমা তৈরির মশলা, শিল নোড়া, লোহার টুকরো, ভুসি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার হাসন কেন্দ্রের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

সূত্রের খবর, মাড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার রাত দেড়টা নাগাদ বাহির গ্রামে শেখ টমের বাড়িতে হানা দেয়। তার বাড়ির ছাদেই চলছিল বোমা বাঁধার কাজ। জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে ভাড়া করা লোক আনা হয়েছিল এই কাজের জন্য।

ঘটনাস্থল থেকেই বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ওয়াসিক শেখ ওরফে চমৎকার শেখকে গ্রেফতার করা হয়। ওই প্রার্থীর সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে গিয়াসুদ্দিন শেখ, ডিউক শেখ ও আনারুল শেখ। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ঝিল্লি এলাকার খাসপুরের বাসিন্দা আনারুল। আর বাকিরা সকলে এলাকার সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাড়ির ছাদে বসে ম’দ্য’পান করতে করতে বোমা বাঁধার কাজ করছিল। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। একদিকে যদিও কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন শেখের দাবী, “হেরে যাওয়ার ভয়ে মিথ্যা মামলায় তাঁদের কর্মীকে ফাঁসানো হয়েছে”।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শানাতে ছাড়ে নি তৃণমূল। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এর থেকে বোঝা যাচ্ছে কারা অশান্তি করতে চাইছে। বিরোধীরা বোমা-অস্ত্র মজুত করে বীরভূমকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে”। এমন ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে এলাকায় তুমুল আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Back to top button
%d bloggers like this: