রাজ্য

টেট দুর্নীতিতে লুক আউট নোটিশের পর এবার আরও বিপাকে মানিক ভট্টাচার্য, বিধায়কের পুলিশি নিরাপত্তা কেড়ে নিল রাজ্য সরকার

টেট দুর্নীতি কাণ্ডে সিবিয়আইয়ের তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এবার আরও বিপত্তি বাড়ল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এবার বিধায়ক হিসেবে নিরাপত্তা খোয়াচ্ছেন তিনি। এরপর থেকে বিধায়ক মানিক ভট্টাচার্য আর রাজ্য পুলিশের নিরাপত্তা পাবেন না। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, তা এখনও জানা যায়নি।

টেট নিয়োগ দুর্নীতি মামলায় এখন সিবিআই নজরে মানিক ভট্টাচার্য। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছে ইডি। এর মধ্যে তিনি একবার হাজিরা দিয়েছেন। তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তির নথি হলফনামা আকারে জমা দিতে বলে হাইকোর্ট। তবে ইডির সেই তলবে গুরুত্ব দেন নি মানিকবাবু। তাঁর সঙ্গে ফোনেও কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে। এরপরই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন এমন আশঙ্কা থেকেই দেশের নানান বিমানবন্দর ও স্থলবন্দরে এই নোটিশ পাঠানো হয়েছে।

আর সিবিআইয়ের এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই মানিকের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য। প্রসঙ্গত, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় পর্ষদ সভাপতির পদ খোয়ানোর পরই পলাশিপাড়া থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করে মানিকবাবু আপাতত সেখানকার বিধায়ক। নিয়ম অনুযায়ী, জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট নিরাপত্তা পেতেন এতদিন। কিন্তু এবার প্রায় ৭ দিন ধরে নিখোঁজ থাকা এবং এহেন কেলেঙ্কারিতে বারবার নাম জড়ানোয় শাসকদল আর দায় নিতে চাইছে না। তাই সরকারিভাবে তাঁর সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে।

তবে সিবিআই বা ইডি তলবে মানিক ভট্টাচার্য সাড়া না দিলেও, নানান সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি কোথাও যান নি, তিনি নিজের যাদবপুরের বাড়িতেই রয়েছেন। তিনি এও জানান যে তিনি তদন্তে সহযোগিতাও করেছেন।

Back to top button
%d bloggers like this: