
একুশের এই বিধানসভা নির্বাচনে চমকের পর চমক ঘটে চলেছে। রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে বিশাল তারকা সমাবেশ। তারকাময় এই রাজনীতিতে ফের সামিল হতে চলেছেন বাংলার অন্য এক দিদি, রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমন খবরই মিলেছে।
আরও পড়ুন- বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তাঁর সঙ্গে বিস্তর আলোচনাও হয়েছে শাসকদলের। এরপর থেকে জল্পনা দানা বাঁধতে শুরু করে যে রচনাও তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে তিনি কবে ঘাসফুল শিবিরে যোগ দেবেন, এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে লেগেছে দলবদলের হাওয়া। বেশ কিছু নেতা, মন্ত্রী যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, ঠিক তেমনিই আবার ঝাঁকে ঝাঁকে প্রচুর তারকাও আবার ঘাসফুলকে আপন করে নিয়েছেন। আজ, বুধবার সকালেই তৃণমূলে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন যোগ দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তিনি রাজনীতিতে এসেছেন।
আরও পড়ুন- চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!!
উল্লেখ্য, গত সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগেও অনেক তারকা নানান রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এর আগে তৃণমূলে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রণিতা দাস, পাপিয়া অধিকারী, কৌশানি মুখোপাধ্যায়, সৌরভ দাস, ও আরও অনেকে। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, মানালি দে, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সুদেষ্ণা দে, প্রমুখ। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারও।