রাজ্য

আগামী সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা, দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ, বুধবার সঠিক দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল, মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সঠিক তারিখ জানালেন শিক্ষামন্ত্রী।

গতকাল, মঙ্গলবার বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে গিয়ে ব্রাত্য বসু জানিয়েছিলেন যে যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হবে মাধ্যমিকের। এরপর আজ, বুধবার দুপুরে ব্রাত্য বসু টুইট করে জানান, আগামী ১৯মে অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় প্রকাশ হবে মাধ্যমিকের ফল।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩শে ফেব্রুয়ারি। ৪ঠা মার্চ শেষ হয় পরীক্ষা। এই বছর মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১১৫৩ জন প্রধান পরীক্ষক ও ৪১ হাজার পরীক্ষককে।

পর্ষদ সূত্রে খবর, অন্যান্য বছরের তুলনায় এই বছর কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে (সাত লাখের কিছু বেশি পরীক্ষার্থী)। সেই কারণে উত্তরপত্র মূল্যায়নের কাজও দ্রুত শেষ করা গেছে।

মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া সম্পন্ন হয় ৫ পর্যায়ে। খাতা দেখা থেকে শুরু করে যাচাইকরণ করে রেজাল্ট তৈরি। এরপর অনলাইনে সেই রেজাল্ট আপডেট করাও একটা বড় কাজ। সেই সব কাজ আড়াই মাসের মধ্যেই শেষ করে ফেলেছে পর্ষদ।

Back to top button
%d bloggers like this: