রাজ্য

স্পেশাল ট্রেনে উঠতে গেলে বাঁধা, রেল পুলিশের সঙ্গে বিজেপি যুব মোর্চার হাতাহাতিতে রণক্ষেত্র সোনারপুর স্টেশন!

এবার রণক্ষেত্রের আকার নিল সোনারপুর স্টেশন। আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার ডাকা নবান্ন অভিযানে অংশ নিতে বিজেপি দলীয় কর্মীরা স্পেশাল ট্রেনে ওঠার চেষ্টা করলে তাদেরকে রেল পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। তখনই রেল পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মীদের।

রেল পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি করা হয়। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশ লাঠিচার্জ করে। আহত হন বেশ কয়েকজন।

আজ বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে শহরজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল থেকেই রাজ্য বিজেপির সদরদপ্তরে জমায়েত শুরু হয়। বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার ট্রেন ও বাসে করে কলকাতায় এসেছেন বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা।

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান সব জায়গা থেকে বড় বড় বাস এসেছে কলকাতায়। গতকাল মাঝরাতে রাজ্য বিজেপির সদরদপ্তরে গেলে বোঝা যাচ্ছিল না সেটা রাত না দিন। সকলের আগমনে গমগম করছিল সেন্ট্রাল এভিনিউ।

একদিকে বিজেপি যুব মোর্চার তরফের প্রস্তুতি যে রকম তুঙ্গে সেরকম কলকাতা পুলিশ যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। রাস্তায় তৈরি করা হয়েছে ব্যারিকেড, নিয়ে আসা হয়েছে জলকামান। অন্যদিকে যে নবান্ন ঘিরে এত উত্তেজনা সেই নবান্নে আজ ও আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: