রাজ্য

‘যাদবপুর কাণ্ডের জন্য রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী’, দাবী সৌগত রায়ের, যাদবপুরের নতুন উপাচার্যকে বিজেপির লোক বলে কটাক্ষ তৃণমূল নেতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এবার সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে দায়ী করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এমনকি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে বিজেপির লোক বলেও কটাক্ষ করেন তিনি।

কী বললেন সৌগত রায়?

আজ, শনিবার টিটাগড়ে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখান থেকেই শিক্ষাক্ষেত্রে এমন পরিণতি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “শিক্ষাক্ষেত্রে এখন একটা চূড়ান্ত দুর্দশা তৈরি হয়েছে। এই দুর্দশা দিল্লি থেকে তৈরি করা হয়েছে। একটা উদ্ভট রাজ্যপালকে পাঠানো হয়েছে। তিনি সব উপাচার্যকে পরিবর্তন করে দিচ্ছেন। নিজের ইচ্ছেমতো সবটা করছেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও করছেন না। নিজের মর্জি মতো উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। আমি প্রকাশ্য সভামঞ্চ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিন্দা করছি। যাদবপুরকাণ্ডের জন্য রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী। রাজ্যপাল জোর করে বিজেপি করে এমন একটা লোক বুদ্ধদেব সাউকে উপাচার্য করে দিয়েছেন। যার নাম কোনওদিন শুনিনি”।

এদিন সৌগতর নিশানায় ছিল বামেরাও। নকশালপন্থী ও এসএফআইয়ের বিরুদ্ধে এদিন সুর চড়ান তৃণমূল সাংসদ। বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা অংশে রয়েছে এসএফআই। একটা অংশে রয়েছে ফেটসু নামের নকশাল ছাত্র সংগঠন। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয় র‌্যাগিং করে। আজকে এই সমাবেশ থেকে আওয়াজ উঠুক, আমরা র‌্যাগিং করব না, র‌্যাগিং হতে দেব না। যারা র‌্যাগিং করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। এ ছড়া কোনও বিকল্প নেই”।

কী প্রতিক্রিয়া বিজেপির?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের সঙ্গে বিজেপির নাম জুড়ে দেওয়া প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা জবাব দেন। তাঁর কথায়, “রাজ্যপাল কাকে নিয়োগ করবেন, তা তাঁর অধিকারেই তিনি করবেন। তবে যাদবপুর উপাচার্যহীন অবস্থা থেকে উপাচার্য পেয়েছে। রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে বাংলার মানুষের ওঁর উপর আস্থা আছে”।

Back to top button
%d bloggers like this: