রাজ্যবিনোদন

WB Election 2021: ভোট ময়দানে নেমেই আবেগাচ্ছন্ন সায়ন্তিকা, খেলা শুরুর আগেই কেঁদে ভাসালেন

গত শুক্রবারই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা মিলেছে তারকা সমাবেশের। সদ্য দলে যোগ দেওয়া বেশ কিছু নতুন তারকাকে এবারের ভোটে টিকিট দিয়েছে তৃণমূল। এদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়ার প্রার্থী হয়েছেন তিনি।

প্রার্থী হয়েই ভোট প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী। বেশ কোমর বেশেই ভোট প্রভার করতে দেখা গেল তাঁকে। কিন্তু আসল ভোটযুদ্ধ শুরুর আগেই আবেগে ভাসলেন সায়ন্তিকা। কেঁদে ফেললেন অভিনেত্রী।

আরও পড়ুন- একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

গতকাল, মঙ্গলবার, বাঁকুড়ায় ভোট প্রচারে যান সায়ন্তিকা। প্রচার শুরুর আগে চকবাজারে গিয়ে মা মহামায়ার মন্দিরে পুজো দেন তিনি। সেখানে আবেগঘন হয়ে কেঁদে ভাসালেন অভিনেত্রী। এদিন তাঁর সঙ্গে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তারকা প্রার্থীকে দেখার জন্য মানুষের ভিড় যেন উপচে পড়ছিল এদিন। এত মানুষের সমাবেশ দেখে আপ্লুত হলেন সায়ন্তিকা। হাত নেড়ে, ফ্লাইং কিস দিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি। এদিন তাঁকে দেখা গেল সাদা সালোয়ার কামিজ ও সবুজ রঙের দোপাট্টায়।

আরও পড়ুন- মোদী পাকিস্তানেও বিজেপি সরকার গড়বেন, বিস্ফোরক টুইট কঙ্গনার

এদিন বাঁকুড়া শহরের রামপুর তল্লাটে গিয়ে সায়ন্তিকা দেখা করেন প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্রের সঙ্গে। সকলের আশীর্বাদ নিয়েই তিনি এগোতে চান, একথাও বলেন সায়ন্তিকা। দেখা করেন বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার সঙ্গেও। এদিন ভোট প্রচার করতে গিয়ে নিজের ছবি ‘আওয়ারা’-র সংলাপে টুইস্ট এনে অভিনেত্রী বলেন, “মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে এখান থেকে যা”। আজ, বুধবার একরকম নাচতে নাচতে মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সায়ন্তিকা।

Back to top button
%d bloggers like this: