রাজ্য

WB Election 2021: আজই বিজেপিতে সোনালী, টিকিট না পেয়ে মমতার একসময়ের ‘ছায়াসঙ্গী’ এবার গেরুয়া শিবিরের ছত্রছায়ায়

কথাবার্তা সবই শেষ। চূড়ান্ত মুহূর্তে কোনও পরিবর্তন না হলে আজই গেরুয়া শিবিরে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। আজই বিজেপির হেস্টিংস কার্যালয়ে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন সোনালী।

গত শুক্রবারই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম নেই সোনালী গুহ-র। মুখ্যমন্ত্রী বলেন, “সোনালী তো অসুস্থ, তাই ওঁকে এবার পারথি করা হয়নি”।

আরও পড়ুন- “আগামী নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ, মোদীজি কর্মীদের দিশা দেখিয়ে গিয়েছেন”, ব্রিগেড প্রসঙ্গে দিলীপ

এই ঘটনার পর ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন মমতার এককালের ছায়াসঙ্গী সোনালী গুহ। বলেন, “আমি তো ছোটবেলা থেকে রাজনীতি করেছি। তাই রাজনীতিতে থাকতে গেলে একটা পথ খুঁজে নিতেই হয়। সেই পথই আমি খুঁজে নিয়েছি। যা করব নিষ্ঠার সঙ্গে করব”।

কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “দিদি এটা করতে পারল, আমি ভাবতেও পারছি না। আমি তো দিদির ঘরের লোক ছিলাম। ওই বাড়িতেই থাকতাম। এখনও হয়ত খুঁজলে দু’একটা জামাকাপড় পাওয়া যাবে”।

তবে সে কান্নাকাটি এখন অতীত, এখন সোনালীর আরও শক্ত হয়েছে। শনিবার দুপুরেই তিনি বলেন, “দল ছাড়তে কষ্ট হচ্ছে। কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি মুকুলদার সঙ্গে কথা বলে নিয়েছি। দাদাকে বলেছি যে আমি বিজেপিতে যোগ দিতে চাই”। এরপরই খবর আসে যে তিনি আজ বিজেপিতে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন- ‘বাংলার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে, সব ফিরিয়ে দেব’, ব্রিগেড থেকে ‘আসল’ পরিবর্তনের ডাক মোদীর

বঙ্গ রাজনীতির ইতিহাসে সোনালী গুহ ছিলেন ঐতিহাসিক কেন্দ্রের বিধায়ক। সাতগাছিয়া থেকে জিততেন তিনি। অতীতে এই কেন্দ্রে দাঁড়াতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এবার সেখানে মোহনচন্দ্র নস্করকে প্রার্থী করেছেন মমতা। এই নিয়েই তৃণমূলের অন্দরে ধরেছে ফাটল।

Back to top button
%d bloggers like this: