রাজ্যবিনোদন

একেই বলে বামপন্থা! বিজেপিতে যোগ দেওয়ায় কৌশিক করকে নাটক থেকে বাদ দিল সৌরভ পালোধির নাট্যদল

সবসময়ই নিজেকে বামপন্থী হিসেবে দাবী করে এসেছেন সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে মাঝেমধ্যেই শাসকদল ও গেরুয়া শিবিরকে নিয়ে সুর চড়াতে দেখা যায়। এবার নিজের এই ‘বামপন্থা’ মনোভাবের জেরে এক নাট্যকর্মীকে নিজের নাটকের দল থেকেই বাদ দিয়ে দিলেন সৌরভ। আবার, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্টও দেন তিনি।

সৌরভের মতে, কোনও মেহনতী মানুষের নাটকে নাকি সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই। আর তিনি এই কথাটাও স্পষ্টভাবেই জানিয়েছেন যে কৌশিক কর (যাকে বাদ দেওয়া হয়েছে) বিজেপিতে যোগ দিয়েছেন বলেই তাঁকে নাটক থেকে বাদ দেওয়া হয়েছে।

এই পোস্টেই একটি কমেন্ট করে সৌরভ লেখেন যে “থিয়েটারের সাংগঠনিক জায়গা থেকে মতাদর্শ টাই বড় প্রয়োজন। আমরা রাজনীতি তা গুলিয়ে দিতে চাই না। আমি বিশ্বাস করি না রাজনৈতিক মতাদর্শ তা মিথ্যে সাজিয়ে নিয়ে এই শিল্প গড়ে তোলা যায়। আমি যদি আমার মতাদর্শ থেকে পিছলে যাই, আমাকে বাদ দেবে, সেটাই উচিত”।

সৌরভের এই পোস্টের বিরোধিতা করেছে অনেকেই। তাদের মতে, সৌরভ যদি সত্যিই বামপন্থী আদর্শে বিশ্বাসী হন, তাহলে সাম্প্রদায়িকতা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। আবার অনেকের মতে, মানুষ নিজের ইচ্ছামতো রাজনীতি করতেই পারে, এর জন্য তাকে দল থেকে বা নিজের কাজ থেকে অপসারিত করা নিঃসন্দেহে ভুল।

আরও পড়ুন- ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

সৌরভের এই কার্যকলাপ থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাঁর বামপন্থা মনোভাব বা মতাদর্শ কী তাঁকে এটাই শেখায় কোনও মানুষ নিজের ইচ্ছামতো কোনও কাজ করলে তাঁকে এভাবে কোণঠাসা করা হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকরই মতে, সৌরভের নাট্যদল ইচ্ছেমতো আদপেই একটি বামপন্থী দল। তাই অন্য দলে যোগ দেওয়া মানুষের সেখানে কোনও ঠাঁই নেই।

Back to top button
%d bloggers like this: