মাদার ডেয়ারি দুধের প্যাকেটে স্বাস্থ্যসাথীর বিজ্ঞাপন, মমতাকে টুইট বিদ্ধ মালব্যর

ফের একবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। দুধের প্যাকেটে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিজ্ঞাপন যা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন মালব্য।
এদিন মাদার ডেয়ারি দুধের প্যাকেটের একটি ছবি শেয়ার করে তিনি টুইটে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কার্যকলাপ। পশ্চিমবঙ্গে বিখ্যাত মাদার ডেয়ারির মতো ব্র্যান্ডের দুধের প্যাকেটে স্বাস্থ্যসাথীর মমতো ব্যর্থ একটি প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এভাবে এমসিসি বিধি লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনী বিধি যে তৃণমূল কংগ্রেস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তা রুখতে কী নির্বাচন কমিশন কী চ্যালেঞ্জের মুখে?”
Mamata Banerjee’s government, on its last leg, advertising Swasthya Sathi, a failed program, on Mother Dairy (popular in Bengal) milk packets in gross violation of the MCC.
Is the EC seized of the challenge it faces in controlling electoral malpractice being deployed by TMC? pic.twitter.com/6yl4RbY9T0
— Amit Malviya (@amitmalviya) March 9, 2021
আরও পড়ুন- ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর কোনও রাজনৈতিক দলই সরকারী কোনও প্রকল্পের বিজ্ঞাপন বা সেই প্রকল্পের কোনও কাজ করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে, তৃণমূল তা লঙ্ঘন করেছে।
আরও পড়ুন- ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
তবে এই ঘটনা তৃণমূলের তরফে প্রথমবার নয়। এর আগেও দেখা যায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেও একটি স্কুলে সবুজ সাথী সাইকেল বিলি করা হচ্ছে ছাত্রীদের। এই বিধি যে লঙ্ঘন করা হচ্ছে, সেদিকেই নির্বাচন কমিশনের দৃষ্টি আলোকপাত করাতে চেয়েছেন অমিত মালব্য।