রাজ্য

রাজ্য সরকারের বাতলানো নীল-সাদা পোশাক মেনে নিতে নারাজ, কোচবিহারের একাধিক স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল

রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার পরিচালিত সমস্ত স্কুলে পোশাকের রঙ হবে নীল-সাদা। ইতিমধ্যেই অনেক স্কুলের এই পোশাক বিতরণ শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই নতুন পোশাক মেনে নিতে পারছেন না অনেকেই। এই নিয়ে কোচবিহারের নানান স্কুলের পড়ুয়া, অভিভাবক ও প্রাক্তনীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। কখনও জেলাশাসকের দফতরের সামনে তো কখনও আবার রাজপথে নেমে মিছিল করলেন তারা।

শতবর্ষ প্রাচীন স্কুল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি। সেই স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ মিছিল করে রাস্তায় নেমেছেন। তাঁদের একটাই দাবী, তাদের স্কুলের পোশাকের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশের নীল-সাদা পোশাক সেই আবেগে আঘাত হানবে। এটা কোনওভাবেই মেনে নিতে নারাজ তারা। এর সঙ্গে তাঁদের ঘোষণা করেন যে এই মিছিল কারোর বিপক্ষে নয়। নিজেদের ঐতিহ্যকে রক্ষার জন্য এই আন্দোলন করছেন তারা।

আবার অন্যদিকে, কোচবিহার রামভোলা হাইস্কুলের পড়ুয়ারাও এই নীল-সাদা পোশাকের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। একের পর এক মিছিল বের করেছে তারা। পুলিশও পড়ুয়াদের এই মিছিল সামলাতে হিমশিম খেয়েছে।

শুধু পড়ুয়ারাই নয়, অনেক অভিভাবকও এই মিছিলে সামিল হয়েছিলেন। পড়ুয়াদের একটাই কথা, তাদের স্কুলের পোশাক ছিল সাদা জামা, কালো প্যান্ট। আর সেটাই তারা রাখতে চায়, দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে সরকারের নীল-সাদা পোশাক মেনে নিয়ে মোটেই রাজি নয় তারা।

এই একই মত কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশেরও। এই স্কুলের প্রাক্তনীদের অনেকেই উচ্চপদে প্রতিষ্ঠিত। তাঁদের মতে, এখনও চোখ বুজলে জেনকিন্সের সেই পুরনো দিনগুলো দেখতে পান তারা। তাই হঠাৎ করেই এও নীল-সাদা পোশাক মেনে নেওয়া যায় না। শুধু কোচবিহারই নয়, রাজ্যের নানান স্কুলের এই নীল-সাদা পোশাকের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে।

Back to top button
%d bloggers like this: