রাজ্য

ইডি-র তলবের পর থেকেই বেপাত্তা সায়নী, ‘এবার সায়নী অন্তর্ধান রহস্য সিনেমা বেরোবে’, তৃণমূল নেত্রীকে খোঁচা সুকান্তর

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। জানা গিয়েছে, এরপর থেকেই একাধিক কর্মসূচি বাতিল করেছেন তৃণমূল নেত্রী। ইডির তলব নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি তাঁকে। এবার সায়নীকে খোঁচা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, “এবার সায়নী অন্তর্ধান রহস্য সিনেমা বেরোবে”।

গত এক বছরে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক শাসক দলের নেতানেত্রীদের নাম জড়িয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় বর্তমানে জেলবন্দি। নাম জড়িয়েছে শিক্ষা দফতরের একাধিক আধিকারিকের। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই তদন্তে উঠে এসেছে সায়নীর নাম।

সূত্রের খবর, কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করার সময়ই অভিনেত্রীর সঙ্গে যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে বলে দাবী ইডি-র। কয়েকটি সম্পত্তি কেনাবেচার ঘটনায় তৃণমূলের যুবনেত্রীর নাম জড়িয়েছে বলে জানা গেছে। আগামীকাল, শুক্রবার বেলা ১১ টায় বেশ কিছু নথি নিয়ে সায়নীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

অভিযোগ, ইডির এই তলবের পর থেকেই কোনও খোঁজ মিলছে না সায়নীর। কোথাও দেখাও যাচ্ছে না তাঁকে। একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। এই প্রসঙ্গেই এবার সায়নীকে বিঁধলেন সুকান্ত মজুমদার। বললেন, “উনি বোধ হয় ভয় পেয়েছেন। এরপর সিনেমা বেরোবে সায়নী অন্তর্ধান রহস্য।

সুকান্তর দাবী, সায়নী কুন্তলের টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়ান। তিনি বলেন, “শুনেছি সায়নী যে গাড়ি চড়েন সেটা কুন্তলের টাকায় কেনা। কিন্তু কেন এরকম একজন অভিয়ুক্তের টাকায় গাড়ি চড়েন সায়নী, সেটা উনি বলতে পারবেন”। শেষ পর্যন্ত আগামীকাল সায়নী ইডি-র দফতরে হাজিরা দেন কী না, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: