অপেক্ষার অবসান! উত্তুরে হাওয়া ঢুকতে কোনও বাধা নেই, সপ্তাহান্তেই ব্যাটিং চালাবে শীত, জাঁকিয়ে শীত পড়বে শহরে

শহরে এবার ব্যাটিং চালাতে তৈরি শীত। আগামীকাল, শুক্রবার থেকেই উত্তুরে হাওয়া বইতে পারে। এর জেরে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার থেকেই শহরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় মানদৌসের কারণে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় শীত। রাতের তাপমাত্রাও বেড়ে যায় কিছুটা। তবে গতকাল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, বড়দিনের আগেই ভরপুর শীতের আমেজ উপভোগ করবে কিছুটা। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও শীতের আমেজ পেতে চলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। শীতের আমেজ ফিরে আসবে। কলকাতায় তাপমাত্রার পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নিচে। সকালের দিকে কুয়াশা দেখা যাবে। জেলার তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রির নিচে। তবে শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে ভারত সংলগ্ন এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এর প্রভাবে দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী দু-তিনদিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা প্রায় চার ডিগ্রি কমে যেতে পারে বলে জানা যাচ্ছে।
এদিকে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ ও পরে আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এই সমুদ্র এলাকাতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওই এলাকায় সমুদ্রে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।