West Bengal

ELECTION BREAKING: বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর

বিজ্ঞাপন

আজ দ্বিতীয় দফার ভোট। এদিন পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভোটগ্রহণ। শুধু তাই-ই নয়, আজ হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও রয়েছে ভোটগ্রহণ। তবে এদিনই ফের এক ঘৃণ্য ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বিজেপি নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। শুধু তাই-ই নয়, এরই পাশাপাশি এক মহিলা বিজেপি এজেন্টকেও মারধরের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে কেশপুর এলাকার ১০ নম্বর ব্লকের ১৭৩ নম্বর বুথে। এই বুথেই ভাঙচুর করা হয়  বিজেপি এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি। এও অভিযোগ উঠেছে যে তিনি যখন স্থানীয় থানায় এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান, তখন তাঁর অভিযোগ দায়ের তো দূর, তাঁর অভিযোগ শোনাই হয়নি থানার তরফে। এর জেরে ভোটের দিন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেশপুরে।

বিজ্ঞাপন

শুধু তাই-ই নয়, শোনা গিয়েছে, এদিন কেশপুরের ভোটগ্রহণ কেন্দ্র ১৯৪, ১৯৫, ১৯৯, ২১৯, ও ২২১ বুথে বিজেপি পোলিং এজেন্টদের বুথের ভেত্রে ঢুকতে বা বসতে বাধা দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির এজেন্ট বুথের ভিতরে ঢুকতে গেলে তৃণমূলের গুণ্ডাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। সব মিলিয়ে বেশ উত্তপ্ত কেশপুরের পরিস্থিতি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading