জন্মদিনেই এল বিশেষ সম্মান, মেসি-রোনাল্ডোর পাশেই সুনীলের ছবি, ভারতীয় ক্যাপ্টেনকে বড় সম্মান দিল ফিফা

গতকাল, বৃহস্পতিবার ছিল তাঁর ৩৯তম জন্মদিন। আর এইও জন্মদিনের দিনই বড় সম্মান পেলেন ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার তরফে পাওয়া এই উপহারের ফলে ক্যাপ্টেনের জন্মদিন যেন চিরস্মরণীয় হয়ে রইল।
গতকাল, বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করা হয়েছে ফিফার তরফে। এই ছবিতে দেখা গিয়েছে, মেসি ও রোনাল্ডোর পাশে পোডিয়ামে রাখা হয়েছে সুনীলকেও। বিশ্বে সর্বোচ্চ গোলের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক। তবে সম্মানে পোডিয়ামে তাঁকে তৃতীয় স্থানে রেখেছে ফিফা। ওই ছবির ক্যাপশনে লেখা, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। ভারতের অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের মুকুটে যে বহু পালক, তা সেই ট্যাগ লাইন থেকেই স্পষ্ট।
You know all about Ronaldo and Messi, now get the definitive story of the third highest scoring active men's international.
Sunil Chhetri | Captain Fantastic is available on FIFA+ now 🇮🇳
— FIFA World Cup (@FIFAWorldCup) September 27, 2022
কেন এই সম্মান পেলেন সুনীল ছেত্রী?
সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে তিন নম্বর রয়েছেন সুনীল ছেত্রী। তাঁর আগেই রয়েছেন বিশ্ব ফুটবলের দুই তারকা মেসি এবং রোনাল্ডো। ১৬৩ টি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেছেন ৮৮টি। অন্যদিকে অনেকটাই এগিয়ে রোনাল্ডো। ১৯০ টি ম্যাচে পর্তুগালের হয়ে ১১৭ টি গোল করেছেন তিনি।
সেই তুলনায় সুনীল ছেত্রী অনেকটা পিছিয়ে। আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৩২টি ম্যাচে ৮৪ টি গোল করেছেন তিনি। শুধু তাই নয়, সর্বকালের সেরা গোল স্কোরারদের মধ্যে ৫ নম্বরে রয়েছেন ভারতের তারকা। গত দেড় যুগ ধরে শাসন করে চলেছেন সুনীল ছেত্রী। এফসি চ্যালেঞ্জ কাপ, নেহেরু কাপ, সাপ কাপ সহ একাধিক টুর্নামেন্টে ভারতের মুখ উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী।
সুনীল ছেত্রীর ফুটবল কেরিয়ারের ১৮ বছর হতে চলল। দিল্লি থেকে শুরু করেছিলেন তিনি। এরপর খেলতে আসেন কলকাতায়। দেশের হয়ে খেলে বারবার দেশের নাম উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী।
বাইচুংকেও ছাপিয়ে গিয়েছেন সুনীল। তাঁর ফুটবল কেরিয়ারের সঙ্গে চুনী গোস্বামীর তুলনা চলে। ভারতীয় দল যতই ফিফা ক্রম তালিকায় ৯৯তম স্থানে থাকুক না কেন, সুনীল অন্তত একদিনের জন্য হলেও ভারতকে তিন নম্বরে জায়গা করে দিলেন।