রাজ্য

মালদহে ছন্নছাড়া শাসক দল! টিকিট পেয়েও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন হবিবপুরের ঘাসফুল প্রার্থী

টিকিট না পাওয়ার ক্ষোভে, দুঃখে, রাগে দল ছেড়েছেন অনেকেই। তবে প্রার্থীপদ পেয়েও দল ছাড়া বোধহয় এই প্রথম। মালদহে এখন বড়ই বেকায়দায় রাজ্যের শাসক দল। ‌‌‌‌‌বিধানসভায় আসন পেয়েও; ‘বেসুরো’ হওয়ার মত নজিরবিহীন ঘটনা ঘটল বাংলায়।

তৃণমূল সূত্রের খবর, শাসকদল প্রার্থী করলেও দল থেকে পদত্যাগ করলেন; মালদার হবিবপুরের ঘাসফুল প্রার্থী সরলা মুর্মু। তিনি নাকি ইতিমধ্যেই কলকাতাতে এসে পৌঁছেছেন। সোমবার কিংবা মঙ্গলবার বিজেপিতে; যোগ দিতে পারেন তিনি।

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

অন্যদিকে জেলা তৃণমূলের কো-অর্ডিনেট অম্লান ভাদুড়িও; রবিবার রাতেই তৃণমূল ছেড়েছেন। প্রকাশ্যে সেই কথা ঘোষণা করে দিয়েছেন তিনি। তাঁরও বিজেপি-যোগের সম্ভাবনা প্রবল l

হবিবপুর বিধানসভা থেকে, প্রার্থী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি; বর্তমান মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু কে; মালদার হবিবপুরে তৃণমূল প্রার্থী করা হয়েছিল। তিনি আসন পছন্দ না হওয়ায়; তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিচ্ছেন। তিনি পুরাতন মালদা আসন চেয়েছিলেন; কিন্তু তা পান নি। তৃণমূল সেখানে প্রার্থী পরিবর্তন করল; মালদার হবিবপুরে এবার তৃণমূল প্রার্থী হলেন প্রদীপ বাস্কে।

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

মালদায় ১২টি আসনেই, শুক্রবার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন; তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় এবার অভিজ্ঞ ও পুরনো মুখের পাশাপাশি; বেশ কয়েকজন নতুন মুখকেও প্রার্থী করা হয়েছে। জেলায় মহিলা প্রার্থীর সংখ্যা ছিল পাঁচজন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, রাজ্যের একমাত্র জেলা মালদা; যেখানে খাতাই খুলতে পারেনি তৃণমূল। নির্বাচনের পরে বিভিন্ন দল থেকে; চারজন বিধায়ক তৃণমূলে যোগ দেন।

Back to top button
%d bloggers like this: