রাজ্য

মহম্মদ সেলিমের বক্তব্য ফেসবুকে পোস্ট, পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমে যোগ দিচ্ছেন তৃণমূল নেতা? তুমুল চাঞ্চল্য

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে ফের রাজ্যে দলবদলের হিড়িক চোখে পড়ছে। এমন আবহে এবার এক তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে ফের দলবদলের জল্পনা দানা বাঁধল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য নিজের ফেসবুকে পোস্ট করলেন তৃণমূল নেতা। আর এরপরই শুরু হয়েছে নানান শোরগোল।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে। দুর্গাপুরের ২ নম্বর ব্লকের যুব সহ-সভাপতি রাজু চট্টোপাধ্যায়। গত সোমবার মহম্মদ সেলিমের একটি বক্তব্য বিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেন তিনি। তৃণমূল নেতা হয়ে বিরোধী দলের নেতার বক্তব্যকে সমর্থন করে পোস্ট, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। দলের কাছে সমালোচনার মুখে পড়েন তিনি। এর জেরে ওই পোস্টটি মুছে দেন তৃণমূল নেতা।

এই বিষয়ে ওই তৃণমূল নেতা বলেন, “এখন মানুষের জীবনে অঙ্গ হয়ে গিয়েছে মোবাইল। তাতে বিভিন্ন রকমের রাজনৈতিক পোস্ট থাকে। সেই রকমই একটি পোস্ট সরাতে গিয়েই আঙুল লেগে এরকম কিছু হয়ে থাকতে পারে। আমি এর জন্য দুঃখিত। দলকে বিড়ম্বনায় ফেলার মতো কোনও কাজ করিওনি, করবও না”।

মহম্মদ সেলিমের বক্তব্য ফেসবুকে পোস্ট, পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমে যোগ দিচ্ছেন তৃণমূল নেতা? তুমুল চাঞ্চল্য 2

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজু সিং জানান, “তাঁকে (রাজা চট্টোপাধ্যায়) সতর্ক করা হয়েছে। বিরোধী শক্তিকে শক্তিশালী করা ও দলকে বিপাকে পড়তে হতে পারে এমন কিছু করা যাবে না”।

এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, “বাস্তবকে যদি কেউ সমর্থন করে থাকে তাতে ক্ষতি কী? তৃণমূলের কেউ পোস্ট শেয়ার করলেই কি সে সিপিএম হয়ে গেল? পোস্ট উড়িয়ে দিলেও মনের ভিতরে যে লাইক হয়ে থাকল তা উড়বে কীভাবে”?

Back to top button
%d bloggers like this: