রাজ্য

বাংলায় অমিত শাহ্‌’র একাধিক অনুষ্ঠানেই নেই দিলীপ ঘোষ, নেপথ্যে কী কারণ? বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি কী সাইডলাইনে?

বঙ্গ বিজেপির অন্দরে গুঞ্জন উঠতে শুরু করেছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। পয়লা বৈশাখের আগের দিন সিউড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সভা করেছিলেন সেখানে দেখা মেলেনি দিলীপের। আবার গতকাল, ২৫শে বৈশাখ উপলক্ষ্যে শাহ্‌’র কলকাতা সফরের কোনও কর্মসূচি এমনকি, বিজেপির রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানেও দেখা গেল না তাঁকে। দিলীপের এই অনুপস্থিতি উঠেছে একাধিক প্রশ্ন।

এর আগে পয়লা বৈশাখে অমিত শাহ্‌’র সভা অনুপস্থিত থাকার অজুহাত দিয়ে সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেছিলেন, সংসদীয় স্থায়ী কমিটির স্টাডি ট্যুর রয়েছে আন্দামানে। সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় থাকতে পারবেন না তিনি।। সংসদীয় স্থায়ী কমিটির স্টাডি ট্যুরে থাকতেই হবে। যদিও সেটাকে অজুহাত বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও বাংলার সংগঠনের কাজে ব্যস্ত থাকায় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অনুপস্থিত থেকেছেন দিলীপ। তাহলে এখন বিষয়টা পাল্টে গেল কেন, এমন প্রশ্ন তো উঠবেই।

অমিত শাহ কলকাতায় নানান কর্মসূচি করছেন আর দিলীপ ঘোষ স্থায়ী মিটিংয়ের অজুহাত দিয়ে সেই কর্মসূচিতে থাকছেন না, এই বিষয়টি বেশ চোখে লেগেছে সকলের। সূত্রের খবর, ২৫শে বৈশাখে সায়েন্স সিটিতে বিজেপির রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণই করা হয়নি দিলীপ ঘোষকে। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা যাদের পদ দিলীপের থেকে নীচে। এই নিয়ে গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।

দিলীপ ঘোষের হাত ধরেই যে বাংলায় বিজেপির উত্থান, তা অমান্য করা যায় না। কারণ সুকান্ত-শুভেন্দুর জোট বাংলায় বিজেপিকে সেভাবে জায়গা করে দিতে পারছে না। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে ব্যাপক ফলাফল হোক বা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির যেটুকুই জয়ের মুখ দেখুক, তা যে সম্ভব হয়েছে দিলীপ ঘোষের জন্যই, এমনটাই মত দলের আদি নেতাদের। এতে সুকান্ত-শুভেন্দুদের বিশেষ কৃতিত্ব নেই।

সূত্রের খবর, দিলীপ ঘোষ এদের বিরোধী। এরা দল এবং সংগঠনকে  যেভাবে চালনা করছেন, তা মেনে নিতে পারছেন না দিলীপ ঘোষ আর সেই কারণে নয়াদিল্লিকে নালিশ জানিয়েছেন তিনি। রাজভবন আর আদালত দিয়ে যে রাজনীতি হয় না, এমনটাই মত দিলীপের। দিলীপের নামে যারা পাল্টা অভিযোগ জমা দিয়েছেন এখন তাদেরই সামনের সারিতে আনা হয়েছে। সেই কারণেই এই দূরত্ব বলে মনে করা হচ্ছে।

Back to top button
%d bloggers like this: