Breaking: ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র অপমান তৃণমূল কর্মীদের! এলাকায় ব্যাপক উত্তেজনা

নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে বাইক র্যালি শুরু করার কথা ছিল সদ্য বিজেপিতে যোগদান করা তৃণমূলের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেখানেই তার পুরোনো দল তৃণমূলের কর্মীরা যা হুজ্জুতি করল তাতে বাংলায় তৃণমূলের সংস্কৃতি নিয়ে ফের একবার উঠল বড়োসড়ো প্রশ্ন।
আরও পড়ুন – বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন অমিত শাহ
রাজীব বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের আজ বিভিন্ন জায়গায় বাইক র্যালি হওয়ার কথা ছিল। সেইমত রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের নারনাতে আসতেই তৃণমূলের কর্মীরা সাউন্ড বক্স তারস্বরে বাজিয়ে গো ব্যাক, খেলা হবে ইত্যাদি স্লোগানে এলাকা সরগরম করে তোলে। তারা রীতিমতো উস্কানি দেয় বিজেপি কর্মীদের। তখন বিজেপি কর্মীরা ও পাল্টা জয় শ্রীরাম ধ্বনিতে ভরিয়ে দেয় এলাকা। গোটা এলাকা জুড়ে এখন বজায় রয়েছে উত্তেজিত পরিস্থিতি। রাজীব বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তৃণমূল এই ভাবেই বাংলার সংস্কৃতিকে দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছে।