রাজ্য

ভোটের পরও জারি হিংসা, ভোট শেষে বিজেপি প্রার্থী গায়ে ঢেলে দেওয়া হল বিষাক্ত তরল, অভিযুক্ত তৃণমূল

শনিবার যেন এক রক্তস্নাত পঞ্চায়েত ভোটের সাক্ষী থেকেছে বাংলা। খু’ন, বোমাবাজি, দেদার ছাপ্পা ভোট, ভোট লুট, দুষ্কৃতীদের তাণ্ডব কোনও কিছুই বাদ যায়নি। সূত্রের খবর অনুযায়ী, ভোটের দিন বাংলায় বলি ১৫ জন। এমন আবহে এবার এক বিজেপি প্রার্থীর গায়ে বিষাক্ত তরল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ বেলের হল্ট ৯৬ নম্বর বুথে। আক্রান্ত ওই বিজেপি প্রার্থীর নাম পরিমল মিস্ত্রি। জানা গিয়েছে, গতকাল ভোটের শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর পথ আটকায় তৃণমূলের কয়েকজন যুবক।

দু’পক্ষের মধ্যে দু-একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, হঠাৎই বিজেপি প্রার্থীর গায়ে বিষাক্ত তরল ঢেলে দেওয়া হয়। তারপর বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে মেরে রাস্তাতেই ফেলে পালায় ওই দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি প্রার্থী জানান যে তিনি এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবেন। এই বিষয়ে শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী পরিমল মিস্ত্রি বলেন, “আমি বিজেপি প্রার্থী। গতকাল সকাল থেকেই বুথ জ্যাম করছিল তৃণমূল। বারবার পুলিশকে জানাই। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হল না। পরে আমরা বাধা দিতে গেলে মারধর করে। আমার শরীরে কিছু একটা বিষাক্ত জিনিস ঢেলে দেয়”।

Back to top button
%d bloggers like this: