অভিনব প্রতিবাদ! তৃণমূল যোগ্য সম্মান দেয়নি, আক্ষেপে প্রকাশ্য রাস্তায় নাইটি পরে ঘুরে বেরালেন দাপুটে নেতা শামসুল হক

রাজ্যের শাসকদলের প্রতি তাঁর ক্ষোভ এতটাই পাহাড়প্রমাণ যে দুঃখে প্রকাশ্য রাস্তায় নাইটি পড়ে ঘুরে বেড়ালেন তৃণমূলের দাপুটে নেতা শামসুল হক। এটাকে তাঁর অভিনব প্রতিবাদ বলেও ধরতে পারেন।
গতকাল অর্থাৎ বুধবার সকালে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা শামসুলবাবুকে এভাবে নাইটি পরে পাড়ার রাস্তায় ঘুরে বেরাতে দেখে অবাক হয় সবাই।
এইরকম দৃষ্টিকটু পোশাকে তাঁকে ঘুরে বেড়াতে দেখে লোকজন বেশ মজাও করে। তোলা হয় ভিডিও, ছবি। দুঃখে, রাগে শামসুলবাবু বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও সবাই দেখুক।
কিন্তু কেনও এইরকম পোষাকে তিনি প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? প্রশ্নের জবাবে শামসুল হক প্রথমে বলেন, “বাড়ির ছোটরা মজা করে আমাকে নাইটি পরিয়েছে।” এরপর তিনি আবার নিজের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কথা বলেন। ওঁকে সোশ্যাল মিডিয়ায় ওঁর ভিডিও পোস্ট করার কারণ জিজ্ঞাসা করা হলে আবার বলতে শোনা যায়, “দল আমাকে এভাবেই রেখেছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সময়ে প্রায় প্রত্যেক দিনই তৃণমূলের কোনও না কোনও নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ছেন আর বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন। সেই ক্রমে শামসুলবাবুর এহেন মন্তব্যে জল্পনার সৃষ্টি হয় আবার। এখন সবার মনে একটাই প্রশ্ন যে, তাহলে কি জনপ্রিয় নেতা শামসুলবাবুও তৃণমূল ছাড়ছেন?
স্থানীয় সূত্র মারফত খবর, রতুয়া বিধানসভা কেন্দ্রে দিনরাত এক করে তৃণমূলে সংগঠন তৈরি করেছেন শামসুল হক। তবে, উনি যতই খাটুক না কেনও, নির্বাচন এলে শামসুলবাবুর কথা আর কেউ মনে রাখেনা। সবাই তখন ব্যস্ত হয়ে যায় বড়বড় নেতাদের নিয়ে। শামসুলবাবুর মতো মানুষ সেই অন্ধকারেই থেকে যান। শামসুল হকের অনুগামীরা জানান, তিনি এই বিধানসভা অঞ্চলে টিকিট পাওয়ার যোগ্য। কিন্তু দল ওঁর দিকে ঘুরেও তাকায় না। হাতে সেই ক্ষোভ থেকেই এবার প্রকাশ্য রাস্তায় এই রকম পোশাক পড়ে প্রতিবাদ করছেন তিনি। যদিও তাঁর প্রতিবাদের ধরন বেশ অভিনব বলেই মনে করছেন নেট দুনিয়া।