রুজিরার ব্যাঙ্ককের ২টি অ্যাকাউন্টের তথ্য জানতে চায় সিবিআই, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ককের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা এফআইইউ-কে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর তাঁর ব্যাঙ্ককের অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে তোড়জোড় শুরু করেছে গোয়েন্দা সংস্থা।
গতকাল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু তাঁর দেওয়া বয়ানে একেবারেই সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে । গতকাল, ‘শান্তিনিকেতন’-এর বাড়িতে রুজিরাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সিবিআই-এর দাবী অনেক প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছেন রুজিরা। অনেক প্রশ্নের উত্তরেই তাঁর জবাব ছিল ‘জানি না’। কাজেই, তাঁকে ফের জেরা করা হতে পারে। তবে এই বিষয়ে রুজিরার আইনজীবী কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন- ফিরহাদের পেছনে বসে ইলেকট্রিক স্কুটারে চেপেই নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার বেলা ১১.৩৫ নাগাদ শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআই-ের দল। কয়লাকাণ্ডে ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কে রুজিরার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের বিষয়ে প্রশ্ন করে গোয়েন্দারা। জেরা চলাকালীন নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরের আধিকারিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন অভিষেকের বাড়িতে উপস্থিত গোয়েন্দারা। রুজিরা বেশীরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে ফোনে নিজাম প্যালাসের আধিকারিকদের তা জানান গোয়েন্দারা। এরপর সদর দফতর থেকে সিবিআই-এর দলকে বেরিয়ে আসতে বলা হয়।
আরও পড়ুন- নাড্ডার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল রুজিরার থেকে পাওয়া বয়ানের সারমর্ম নিয়ে দুপুরে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের একটি বৈঠক রয়েছে। এরপরই ঠিক করা হবে যে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে। বে মনে করা হচ্ছে যে সঠিক উত্তর না মেলায় রুজিরাকে ফের জেরা করতে চায় সিবিআই। এদিন শান্তিনিকেতন থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমেও মুখ খোলেননি গোয়েন্দারা।