প্রযুক্তি

নতুন নির্দেশিকা জারি ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে, ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, ঘোষণা কেন্দ্রের

এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। নতুন এই নির্দেশিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই নির্দেশিকায় বলা হয়েছে যে এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হচ্ছে।

এই নির্দেশিকা অনুযায়ী, অভিযোগ নিরসন প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে। এই বিভাগের নেতৃত্বে থাকবেন মুখ্য অভিযোগ আধিকারিক পদমর্যাদার অফিসার। কোনওরকমের কোনও অভিযোগ থাকলে, সেই রিপোর্ট প্রত্যেক মাসে জমা দিতে হবে।

আরও পড়ুন- রুজিরার ব্যাঙ্ককের ২টি অ্যাকাউন্টের তথ্য জানতে চায় সিবিআই, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

এদিন এই বিষয়ে তিনি বলেন এই নির্দেশিকা কেবল ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, রাষ্ট্রের সুরক্ষা, গণ শৃঙ্খলা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা ধর্ষণ, যৌন সম্পর্কিত বিষয়বস্তু, নানান ক্ষেত্রেই হতে পারে।

Back to top button
%d