রাজ্য

ঘাসফুলের পাশে কালির চিহ্ন, ভোট এখানেই দিতে হবে! দাবি ঘিরে চাঞ্চল্য এই বুথে

২০১৬ সালের বিধানসভা ভোটের পুনরাবৃত্তি এই বছরেও ঘটতে শুরু করলো। যেভাবে ছাপ্পা ভোট এবং রিগিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার বলে দাবি অনেকের সেরকমই এই বছরেও তৃণমূল আবার জালিয়াতি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

এবারের ঘটনাস্থল পুরুলিয়ার মানবাজার বিধানসভার ১৬ নং বুথ মাগুড়িয়া হাই স্কুল, ২৪৩/১৬।

আরও পড়ুন – “নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে”, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!

ভোটারদের অভিযোগ, এখানকার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু ছবির পাশে যে ঘাসফুল প্রতীক রয়েছে সেই প্রতীক এর পাশে কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সকল ভোটারকে বলা হচ্ছে এই চিহ্নিত করা বোতাম টিপতে।

আরও পড়ুন – একেবারে নিশ্চিত, নন্দীগ্রামে জয়ের হাসি ফুটবে এই প্রার্থীর!

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সরগরম গোটা এলাকা। এখানে বিজেপি প্রার্থী হয়েছেন গৌরী সিং সর্দার। গোটা ঘটনায় যথেষ্ট ক্ষিপ্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তারা গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।

Back to top button
%d bloggers like this: