অফবিট

চুরি করতে এসে মিলল না ফুটোকড়ি, টাকাপয়সা কিছু না পেয়ে উল্টে গৃহস্থের বাড়ির দুয়ারে ৫০০ টাকা রেখে গেল ‘মানবিক’ চোর

সে এক সময় ছিল যখন গৃহস্থকে চিঠি দিয়ে ডাকাতি করতে আসত ডাকাতের দল। অনেক নৃশংসতার মধ্যেও মহিলা ও শিশুদের রেহাই দিত তারা। তবে এবার এমন এক ঘটনা ঘটল, তাতে চোরকে মানবিক বলা যায় কী না, তা নিয়ে প্রশ্ন অবশ্য রয়েই গেল।

এক অদ্ভুত ঘটনা ঘটল দিল্লির রোহিণীর বাসিন্দা এক বৃদ্ধের বাড়িতে। জানা গিয়েছে, সম্প্রতি তিনি গিয়েছিলেন ছেলের বাড়িতে। আর সেই সুযোগে তাঁর বাড়িতে ঢোকে চোর। গোটা বাড়ি তছনছ করে ফেললেও ফুটোকড়ি পায়নি সেই চোর। কোনও মূল্যবান জিনিস হাতে পায়নি সে। কী ভাবছেন? এর জন্য নিশ্চয় জিনিসপত্র ভাঙচুর করেছে সেই চোর? না তেমন কিছুই সে করেনি।

জানা গিয়েছে, গত ২০ জুলাই গভীর রাতে ৮০ বছরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম রামকৃষ্ণর বাড়িতে এক চোর ঢোকে। রামকৃষ্ণ জানান, তিনি ১৯ জুলাই বাড়িতে তালা দিয়ে গুরুগ্রামের ছেলের কাছে গিয়েছিলেন। ২১ জুলাই সকালে এক প্রতিবেশী জানান, রাতে তাঁর বাড়িতে চোর ঢুকেছিল। দ্রুত ফিরে এসে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে বেশ অবাকই হন তিনি। বুঝতে পারেন বাড়িতে অন্য লোক প্রবেশ করেছিল ঠিকই কিন্তু কোনও জিনিসই চুরি যায়নি।

রামকৃষ্ণ পুলিশকে জানান, তাঁর বাড়িতে কোনও মূল্যবান জিনিসই নেই। আলমারি থেকেও কিছু চুরি যায়নি। বাড়িতে কোনও টাকাপয়সা বা সোনাদানা ছিল না। অর্থাৎ চোরের সময় ও শ্রম দুই-ই জলে গিয়েছে। কিন্তু এমন ঘটনায় চোর ঘরের আসবাব ভাঙচুর না করে ওই গৃহস্থের বাড়িতে উল্টে ৫০০ টাকা রেখে গিয়েছে। এমন এক ঘটনা অবাক করেছে পুলিশকেও।  

Back to top button
%d bloggers like this: