অফবিট

নামী কেকের দোকানে চুরি, চুরির বদলে কেক কেটে, কেক মাখিয়ে জন্মদিন উদযাপন চোরদের, জেলে ঢুকিয়ে পুলিশ বলল ‘Happy Birthday’

নামীদামী কেকের দোকানে চুরি করতে ঢুকেছিল দুই যুবক। কিন্তু একসঙ্গে অত কেক দেখে আর মাথার ঠিক রাখতে পারে নি তারা। দোকানে চুরির বদলে কেক কেটে, একে অপরকে কেক মাখিয়ে জন্মদিন উদযাপনে মেতে উঠল দুই যুবক। ভোররাতে সেখান থেকে পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখে তাদের জেলে ভরল পুলিশ। জন্মদিনের শুভেচ্ছা জানানো হল তাদের।

ঘটনাটি ঘটেছে অসমে। জানা যাচ্ছে, গভীর রাতে জোরহাটের মণীষা বেকারিতে ডাকাতি করতে ঢুকেছিল গিটলু গগৈ এবং সঞ্জয় পট্টনায়ক নামের দুই যুবক। দোকানে ঢুকে মাত্র ১২ হাজার টাকা হাতাতে পারে তারা। এরপর একটি ওষুধের দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল দুই তাদের। কিন্তু মায়ার টানে পড়ে খোয়া গেল সব।

দারুণ, সুস্বাদু সব কেকের গন্ধে ওষুধের দোকানের পরিকল্পনা বাতিল করে দেয় ওই দুই যুবক। এর পরিবর্তে একের পর এক সুস্বাদু কেক খেতে শুরু করে তারা। কেক হাতে নিয়ে ছবিও তোলে। পুলিশ জানিয়েছে, তাঁরা জন্মদিন উদযাপনের মতো কেক মাখে, কেক নিয়ে বন্ধ দোকানের ভিতর তারা খেলাধুলা শুরু করে দেয়। এরপর ভোররাতে পালিয়ে যায়।

কিন্তু শেষরক্ষা আর হল না। দোকানের সিসিটিভি ফুটেজে তাদের সমস্ত কীর্তিকলাপ ধরা পড়ে যায়। পুলিশে অভিযোগ জানানো হয় মণীষা বেকারির তরফে। ওই সিসিটিভি ফুটেজ ধরেই দুই যুবককে ধরে ফেলে পুলিশ। বর্তমানে লকআপে রয়েছে তারা।

তাদের দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলিও চুরি করা। ওই ফোনেই কেক হাতে ওই দুই যুবকের যাবতীয় কাণ্ডের ছবি মিলেছে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে মজার ছলে পুলিশ আবার লিখেছে, ‘শুভ জন্মদিন’।

Back to top button
%d bloggers like this: