আন্তর্জাতিক

পুরুষদের জন্য কড়া ফতোয়া সৌদির! পাক-বাংলাদেশ সহ ৪ দেশের মেয়েদের সঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞা

এক অদ্ভুত নিয়মের বেড়াজালে সৌদির পুরুষদের বাঁধল সরকার। নির্দেশ জারি করে সাফ জানানো হল, পাকিস্তান, বাংলাদেশ, চাঁদ এবং মায়ানমারের মেয়েদের সঙ্গে বিয়ে করতে পারবেন না  সৌদি আরবের পুরুষরা। সৌদি সংবাদমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে এইকথা জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

অসমর্থিত পরিসংখ্যান অনুয়ায়ী, আপাতত সৌদিতে ওই চার দেশের প্রায় ৫০,০০০ জন মহিলা থাকেন।

জনপ্রিয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পুরুষদের মধ্যে বিদেশিদের বিয়ে করার যে প্রবণতা আছে, তা রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য বিদেশিদের সঙ্গে সৌদি পুরুষদের বিয়ের ক্ষেত্রে নিয়মকানুন আর‌ও জটিল করা হচ্ছে।

মক্কার পুলিশ ডিরেক্টর-জেনারেল আসাফ আল-কুরেশিকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশি মহিলাদের বিয়ে করার জন্য প্রথমে সরকারের অনুমতি নিতে হবে। নির্দিষ্ট সরকারি দফতরে বিয়ের আবেদনপত্র জমা দিতে হবে। যে পুরুষদের বিবাহবিচ্ছেদ হয়েছে, তাঁরা বিচ্ছেদের ছ’মাসের মধ্যে বিদেশি মহিলাদের সঙ্গে বিয়ের আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের বয়স ২৫ হতে হবে। ফ্যামিলি কার্ডের প্রতিলিপি-সহ যাবতীয় পরিচয়পত্র, স্থানীয় জেলার মেয়রের স্বাক্ষর করা শংসাপত্র জমা দিতে হবে। ওই পুলিশকর্তা বলেছেন, ‘যদি আবেদনকারী বিবাহিত হন, তাহলে তাহলে তাঁকে হাসপাতালের রিপোর্ট জমা দিতে হবে, তাতে প্রমাণ করতে যে তাঁর স্ত্রী বিশেষভাবে সক্ষম, জটিল রোগে আক্রান্ত বা বন্ধ্যাত্বের শিকার।’

Back to top button
%d bloggers like this: