দিল্লির এক হোঁদল কুতকুত মন্ত্রী বলছে, বাংলাকে দেখে নেবে! রাক্ষস সব গিলে খাবে! অমিতকে নজিরবিহীন আক্রমণ মমতার

কাল থেকে বাংলায় ভোট গ্রহণ। ৮ দফা ভোটের কাল প্রথম দফা। কিন্তু তার আগের দিন পর্যন্ত চলছে রাজনৈতিক চাপান-উতোর। অশালীন ভাষায় আক্রমণ। ছড়াচ্ছে বঙ্গ নির্বাচনের তীব্র উত্তাপ। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে করে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও এর আগেও তিনি হোঁদল কুতকুত, কিম্ভুতকিমাকার বলে মোদী-শাহ্কে আক্রমণ করেছেন তারপর এদিন ফের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নির্বাচনী সভা থেকে অমিত শাহ্’র নাম না নিয়েই মমতার তীর্যক মন্তব্য, ”দিল্লির এক হোঁদল কুতকুত মন্ত্রী আছে, বলছে, বাংলাকে দেখে নেবে। কী দেখবে? রাক্ষস নাকি যে বাংলাকে গিলে খাবে? মমতাকে গিলে খাবে? জেনে রাখো, আমাকে গিলে খেলে আমি পেট ফুঁড়ে বেরিয়ে আসব।”
আরও পড়ুন- ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে জেলে গিয়েছি’, ঢাকার সভা থেকে জানালেন মোদী
প্রসঙ্গত কাল অর্থাৎ শনিবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে নীল বাড়ি দখলের লড়াই।জঙ্গলমহলের চার জেলায় ভোট ওইদিন। এরপর ১লা এপ্রিল পশ্চিম মেদিনীপুর-সহ আরও বেশ কয়েকটি আসনে হবে ভোট।
আরও পড়ুন- প্রচারে বেরিয়ে বিপত্তি, যশকে কাছে পেয়েই জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিলেন মহিলা অনুরাগী, তারপর?
এই মুহূর্তে চলছে শেষ পর্বের প্রস্তুতি। প্রচারে একে অপরের বিরুদ্ধে আরও বেশি করে শান দিচ্ছে। বিশেষত বিজেপি এবং তৃণমূলের বাকযুদ্ধে প্রতি মুহূর্তে তাপ বাড়ছে বঙ্গ রাজনৈতিক মহলে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসেই প্রতিদিন একাধিক জনসভা করছেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে বিজেপির বিরুদ্ধে তিনি আরও সুর চড়ালেন। বললেন, ”দিল্লিকে বলছি, বেশি বাঁদরামি না করে বাংলার যা বকেয়া আছে, তা মিটিয়ে দিন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার বলছি। ওটা করে না দিলে আমি দরকারে নরেন্দ্র মোদীর অফিসের সামনে ধর্না দেব।”