কলকাতা

তিলোত্তমায় ২ বোনকে ধর্ষণ-শ্লীলতাহানি বছর ষাটেকের মোজেনের, থানায় অভিযোগ জানাতে বাধা দিলেন তৃণমূল নেতা আমিন

খাস কলকাতার বুকে প্রতিনিয়ত ঘটে চলেছে কত ভয়ঙ্কর ঘটনা। এক ষাট বছরের প্রৌঢ়ের লালসার শিকার হতে হল দুই বোনকে। ১৪ ও ৯ বছরের দুই বোনকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠল বছর ষাটেকের এক ব্যক্তির বিরুদ্ধে। আরও ঘৃণ্য যে ঘটনা ঘটল তা হল, এর বিরুদ্ধে যখন নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ জানাতে যায়, তখন তাদের বাধা দেন তৃণমূলের এক নেতা।

ঘটনাটি ঘটেছে মেটিয়াব্রুজের রাজাবাগানে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম মোজেন। ঘটনাটি ঘটেছে প্রায় এক মাস আগে। জানা গিয়েছে, ওই দুই বোনকে ঘরে ডেকে নিয়ে যায় ওই এলাকারই বাসিন্দা মোজেন। অভিযোগ, বড় বোনকে ধর্ষণ করে সে। একই সঙ্গে ছোটো বোনকে শ্লীলতাহানি করে।

আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগানই ডেকে আনল বড় বিপদ, নির্বাচনের আগে অস্বস্তিতে মমতা

এই ঘটনা জানার পরই নির্যাতিতার পরিবার রাজাবাগান থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অভিযোগ, তাদের থানায় যেতে বাধা দেন তৃণমূল নেতা আমিন। নির্যাতিতার পরিবারকে তিনি প্রতিশ্রুতি দেন যে অভিযুক্ত মোজেনকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হবে। বাধা পেয়ে নির্যাতিতার পরিবার আর অভিযোগ করেননি থানায়।

আরও পড়ুন- ‘খেলা হবে’র জনককেই খেলতে নিল না তৃণমূল! উপেক্ষিত দেবাংশু ভট্টাচার্য, ক্ষোভে ফেটে পড়লেন অনুগামীরা

কিন্তু জানা যায়, গত বৃহস্পতিবার অভিযুক্ত মোজেনকে ফের ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। এরপরই নির্যাতিতার পরিবার গতকাল, শুক্রবার রাজাবাগান থানায় গিয়ে মোজেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে মোজেনকে। অভিযুক্ত ও নির্যাতিতার বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূল নেতা আমিনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Back to top button
%d bloggers like this: