রাজ্য

“আমি স্বার্থপর হয়ে যাব”, মিঠুন চক্রবর্তী কি তাহলে ভোটে দাঁড়াবেন না? পড়ুন বিস্তারিত

আজ প্রথম দফার ভোট প্রচারের শেষদিন। প্রথম দফার প্রচারের শেষ লগ্নে বাংলার মাটিতে পা রাখেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী।

৭ই মার্চ নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগদেন তিনি।‌ মহাগুরু প্রার্থী হবেন কিনা, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে ‘‌মহাগুরু’‌ মিঠুন চক্রবর্তী জানিয়ে দিলেন, তিনি ভোটে লড়বেন না। তাঁর কথায়, প্রার্থী হলে ‘মতলবি’ হয়ে যাব! আমি শুধু বাংলার মানুষের ন্যায্য অধিকার চাই!

আরও পড়ুন-WB Election 2021: ‘ঝাঁটা নিয়ে আয় তো’, দশ বছরে কোনও কাজ করেনি, ভোট প্রচারে গিয়ে জনগণের ক্ষোভের মুখে তৃণমূল মন্ত্রী অসীমা পাত্র

প্রসঙ্গত উল্লেখ্য, তিনি যে বিজেপির হয়ে প্রচারে আসবেন, সে কথা আগেই বলেছিলেন। এবার সে কথা রাখতেই বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়া পৌঁছে যান ‘মহাগুরু’। সুপারস্টারকে দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের জেরে বাঁকুড়ায় পৌঁছে বেশ কিছুক্ষণ হেলিকপ্টারেই বন্দী থাকতে হয় মিঠুনকে। অবশেষে রোড শো শুরু হয়। বাঁকুড়ার শালতোড়ায় প্রথম রোড শো করেন তিনি।

আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখে ‘মহাগুরু’ জানান, বাংলার মানুষের সঙ্গে তাঁর হিরো বা ফ্যানের সম্পর্ক নয়। আত্মার সম্পর্ক।হৃদয়ের সম্পর্ক। বাংলার সব গরিব মানুষের জন্য লড়তে এসেছি। বাংলার সব মানুষকে তাঁদের ন্যায্য অধিকার দেওয়া করাব। সবার আশীর্বাদ কামনা করছি। অর্থাৎ তাঁর প্রার্থী হবার সম্ভাবনা আর নেই। তাঁর সেলিব্রেটি স্ট্যাটাস বিজেপিকে জনপ্রচারে কতটা সাহায্য করে সেটা সময় বলবে।

Back to top button
%d