রাজ্য

‘চুরি বন্ধ করুন, তাহলে একসঙ্গে দিল্লি যাব বকেয়া টাকা আদায় করতে’, বিধানসভায় তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

রাজ্যের শাসক দলের তরফে বারবার দাবী করা হয়েছে যে কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। এই বঞ্চনার অভিযোগ নিয়ে গতকাল, মঙ্গলবার আলোচনা ছিল বিধানসভায়। এদিন এই আলোচনার বিপক্ষে কথা বলেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ইস্যু নিয়ে সরকার ও বিরোধী দলনেতার তর্ক-বিতর্কের জেরে বেশ উত্তেজনা তৈরি হয় বিধানসভা কক্ষে, শুভেন্দুর সাফ কথা, যদি চুরি বন্ধ হয়, তাহলে তিনি তৃণমূলের সঙ্গে একসঙ্গে দিল্লি যাবেন বকেয়া টাকা আদায় করার জন্য।

বিধানসভায় এদিন কী বলেন শুভেন্দু?

এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে আবাস প্রকল্পের কাজ এবং একশো দিনের কাজের বেশ কিছু বিষয়ে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে অভিযোগ করেছিলেন। তাঁর দাবী, দু’টি অভিযোগ বাদে বাকি সব অভিযোগের ক্ষেত্রেই সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই টাকা আটকানো হয়েছে বলে জানান তিনি। শুধু তাই-ই নয়, শুভেন্দু এদিন মালদা ও মুর্শিদাবাদ জেলায় আবাসের কাজ ও একশো দিনের কাজ নিয়ে বিস্তর অভিযোগের পরিসংখ্যানও তুলে ধরেন।

এদিন বিধানসভা কক্ষ থেকে শুভেন্দু দাবী করেন, “আমি কখনও কেন্দ্রের টাকা বন্ধ করার কথা বলিনি। আমি বলেছি চুরি বন্ধ করতে। চুরি বন্ধ হোক, দরকার পড়লে আমিও দিল্লি গিয়ে টাকা আদায় করব”। অর্থাৎ চুরি বন্ধ হলে রাজ্য সরকারের সঙ্গে তিনি একসঙ্গে দিল্লি যাওয়ার প্রস্তাব দেন শুভেন্দু।

রাজ্য সরকার যে বারবার দাবী করেছে যে কেন্দ্রীয় সরকার নানান প্রকল্পের টাকা আটকে রেখেছে, তা নিয়েও এদিন ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, নানান কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে নিজেদের নামে প্রকল্প চালাচ্ছে রাজ্য। জল জীবন মিশন থেকে শুরু করে শিক্ষা খাতে পুরো টাকা খরচ না করার অভিযোগও তোলেন তিনি। শুভেন্দুর দাবী, সেই কারণে ওই দুই প্রকল্পের টাকা বন্ধ রয়েছে।

শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে কী মত তৃণমূলের?

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা আক্রমণ শানান শুভেন্দু অধিকারীকে। তাঁর কথায়, এর আগে গঙ্গাভাঙন প্রতিরোধে বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন‌্য বিরোধীদেরও আবেদন জানিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী। বিরোধী দলের নেতা মনোজ টিগ্গাও সেই সময় সহমত পোষণ করেছিলেন। কিন্তু শুভেন্দুর আপত্তিতে বিজেপির কেউ রাজ্যের প্রতিনিধি দলে শামিল

Back to top button
%d bloggers like this: