রাজ্য

নজরে নন্দীগ্রাম! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে ১২ মার্চ মনোনয়ন পেশ শুভেন্দু অধিকারীর, থাকতে পারেন স্মৃতি ইরানি

বাংলার হাইভোল্টেজ নির্বাচনে অন্যতম নজরকাড়া আসন হলো নন্দীগ্রাম। কারণ ধুন্ধুমার লড়াই হতে চলেছে এখানেই। তৃণমূলের উত্থানের জায়গা নন্দীগ্রামেই মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচারও। এই পরিস্থিতিতে বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১২ই মার্চ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান।

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন

আবার শিবরাত্রির দিন‌ই মনোনয়ন পেশ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং সবমিলিয়ে চরম উত্তেজনার ঘনঘটা এখন নন্দীগ্রামের মাথায়।

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

আশঙ্কার একুশে নন্দীগ্রাম কেন্দ্রই হল ফোকাস পয়েন্ট। একদা সতীর্থের সঙ্গে বাংলার নেত্রীর লড়াইকে ঘিরে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। এদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ১২ই মার্চ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী। সুতরাং মনোনয়ন পেশের পর দু’‌জনেই জমি আন্দোলনের জেলায় ঝাঁপিয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে পতাকা–ফেস্টুনে মুড়ে গিয়েছে নন্দীগ্রাম। আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে প্রচারে চলে যাবেন তৃণমূল সুপ্রিমো। তারপরই জোর টক্কর হবে দিদি বনাম দাদার বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।

Back to top button
%d bloggers like this: