সিপিএম’এর অত্যাচারী হার্মাদরা এখন বিজেপির বড় বড় ওস্তাদ! পাঁশকুড়া সভায় আক্রমণাত্মক মমতা

সামনেই বিধানসভা নির্বাচন। ওপিনিয়ন পোল বলছে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসতে পারে। কিন্তু তা এক মুহূর্তের জন্যও শান্তি দিচ্ছেনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুইল চেয়ারে বসেই বাংলা ঘুরছেন তিনি। বাক্যবাণে বিদ্ধ করছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে।
এদিন হলদিয়া, খেজুরির পর পাঁশকুড়ার সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি দাবি করেন, ‘বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমাদের লোকজন অঢেল। দলে কিছু মীরজাফর, কিছু বিশ্বাসঘাতক ছিল; তারা বেরিয়ে বিজেপিতে গেছে। এতে আমরা খুশি হয়েছি। বিজেপি কোটি কোটি টাকা দিয়ে অনেককে কিনেছে।
আরও পড়ুন-ইনিই পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী? নরেন্দ্র মোদীর গলায় স্পষ্ট ইঙ্গিত!
৩৪ বছরের সিপিএম জামানা যে তিনি এখনও ভুলতে পারেননি তার প্রমাণ দিয়ে বলেন,
আরও পড়ুন-পদ্মপত্রে শিশিরবিন্দু! কাঁথির জনসভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ বিজেপি’র, যোগদানের সম্ভাবনা তুঙ্গে
এরপরই তাঁর আক্ষেপ এই বিজেপি অটলবিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এটা গুণ্ডা, দাঙ্গাকারী রাবণের বিজেপি। বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে। ওই গুন্ডাদের দিয়ে ভোট দখলের চেষ্টা করবে ওরা। বাংলা তা হতে দেবে না। জলসম্পদের একটা অফিস বাংলায় ছিল, সেটা বিজেপি সরিয়ে নিয়ে গেছে। আমরা ৫ বছর ধরে কপালেশ্বরীর মতো ঘাটালে মাস্টারপ্ল্যান করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না। এটা হলে আর বন্যা হবে না। ২৫০০ হাজার কোটি টাকা খরচা করে উত্তর ও দক্ষিণবঙ্গ যুক্ত করার রাস্তা দিয়েছি। আমাদের সরকার থাকলে আরও রাস্তা তৈরি হবে, গ্রামের উন্নয়ন হবে।’