রাজ্য

রাজ্যপালকে আরএসএসের এজেন্ট বলে কটাক্ষ, পঞ্চায়েত ভোটের আগে ‘জাগো বাংলা’য় সি ভি আনন্দ বোসকে আক্রমণ তৃণমূলের

রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’তে চরম আক্রমণ শানাল তৃণমূল। ‘জাগো বাংলা’তে  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্দেশে তৃণমূলের কটাক্ষ, রাজ্যপালের উচিত রাজভবন ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়া।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে শুরু থেকেই সরব হয়েছেন রাজ্যপাল। ভোটের আগে জেলায় জেলায় সফর করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। কথা বলেছেন হিংসায় আক্রান্তদের সঙ্গে। নানান বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন।

আর সি ভি আনন্দ বোসের এই ভূমিকায় বেশ ক্ষুব্ধ শাসকদল। এই কারণে মুখপত্র ‘জাগো বাংলা’য় সরাসরি রাজ্যপালকে আরএসএসের এজেন্ট বলে তোপ দাগল তৃণমূল। শাসক দলের অভিযোগ, রাজ্যে রাজ্যপাল হিসেবে আসার পর থেকেই আরএসএসের এজেন্ডাগুলিকে পূরণ করে চলেছেন সিভি আনন্দ বোস।

কী বলা হয়েছে ‘জাগো বাংলা’য়?

‘জাগো বাংলা’য় বলা হয়েছে যে রাজ্যপাল বাংলায় বিজেপির অভিসন্ধি পূরণ করছেন। গতকাল, বৃহস্পতিবারই রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনারকে তোপ দাগেন রাজ্যপাল। সেই বিষয়ে তৃণমূলের বক্তব্য, “রাজ্যপালের কোনও বক্তব্য থাকতেই পারে। কিন্তু তাঁর উচিত সেটা মন্ত্রিসভাকে জানানো। তিনি নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। অথচ সেই কাজটিই ভোটের মুখে নির্লজ্জভাবে তিনি করে চলেছেন”।

তৃণমূলের কথায়, রাজ্যপালকে পদটি সাংবিধানিক। তবে এই কথাটিই এখন জীর্ণ বলে মত শাসক দলের। তাদের কথায়, “কেন্দ্রে যে যখন সরকারে এসেছে, সে তখন রাজ্যপালের পদটিকে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে। কংগ্রেসের দীর্ঘ শাসনকালেও কম মনিমাণিক্য ছড়িয়ে নেই”।

Back to top button
%d bloggers like this: