মতুয়া নন! গাইঘাটার তৃনমূল প্রার্থীকে নিয়ে অসন্তোষ তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর-এর

নির্বাচনে মতুয়া সম্প্রদায় যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তা ভালো মতোই জানে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর সেখানেই এবার তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তুষ্ট তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর।
এবার সরাসরি প্রার্থীর বিরুদ্ধে মতুয়া ঠাকুরবাড়ির অমর্যাদা করার অভিযোগ করলেন তিনি। গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ করে তিনি বলেছেন, এমনটা করলে জনগণের সমর্থন হারাতে পারেন তিনি।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
এই বিষয়ে কি বলেছেন ঠাকুরবাড়ির বড় বউ, তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর? তাঁর স্পষ্ট বক্তব্য, নরোত্তম মতুয়া নন। ও প্রচারে বেরিয়ে ঠাকুরবাড়ির নিন্দা করে বেড়াচ্ছে। বলছে, ঠাকুরবাড়িতে যেতে হবে না। ওখানে কিছু নেই। এরপরই মমতাবালার হুঁশিয়ারি ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা বললেন মানুষের সমর্থন হারাতে পারেন উনি।
তবে ঠাকুরবাড়ির অভিযোগ উড়িয়ে দিয়েছেন নরোত্তম বিশ্বাস। তিনি বলেন, ‘আমি কখনও ঠাকুরবাড়ির বিরোধিতা করিনি। ঠাকুরবাড়ির কিছু লোকের সঙ্গে আমার নীতিগত বিরোধ রয়েছে। প্রচারে কোথায় আমি ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা বলেছি তা বলুক তো অভিযোগকারীরা।’
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কোনও দলই কোনও মতুয়াকে প্রার্থীপদ দেয়নি বলে রবিবার একযোগে অভিযোগ করেন মমতাবালা ঠাকুর ও বিজেপি নেতা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। এর আগে প্রার্থীতালিকা ঘোষণার পরই নরোত্তম বিশ্বাস সোনাপাচারে জড়িত বলে অভিযোগ করেন মমতাবালা।