BREAKING: দিকে দিকে বিক্ষোভ তুঙ্গে, এই চার কেন্দ্রে প্রার্থী বদলাল তৃণমূল!

বিজেপির মত তৃণমূলেও প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে কর্মীদের মধ্যে। বিভিন্ন প্রার্থীদের পছন্দ নয় এই মর্মে ক্ষোভ জানাচ্ছেন তৃণমূল কর্মীরা। তাই এবার বাধ্য হয়ে এই চারটি কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল।
আরও পড়ুন – তিন বাড়িতে পরিচারিকার কাজ করা আউশগ্রামের কলিতা মাঝি এবার পদ্ম প্রার্থী! ছুটি নিয়ে চলছে প্রচার
সূত্র মারফত জানা গিয়েছে, কল্যাণী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। আগে এখানে প্রার্থী ছিলেন রমেন্দ্রনাথ বিশ্বাস। অশোকনগর কেন্দ্রে প্রার্থী হলেন নারায়ণ ঘোষ। আগে এখানে প্রার্থী ছিলেন ধীমান রায়।
আরও পড়ুন – দমদম-রাজারহাটে বিজেপি কার্যালয়ে জ্বলছে আগুন! কেন এই ঘটনা? জানুন বিস্তারিত
আমডাঙায় প্রার্থী হলেন রফিকুর রহমান। আগে এখানে মোর্তাজা হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। দেবব্রত সাহাকে দুবরাজপুরে প্রার্থী করা হয়েছে। এর আগে এখানে অসীমা ধীবরকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল।