চলন্ত মালগাড়ির নীচে দু বছরের শিশু, ভিডিও দেখে আত্মারাম খাঁচা নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানা ধরনের ভিডিওই শেয়ার হয়। কোনও কোনও ভিডিও আমাদের যথেষ্ট আনন্দ দেয়। আবার কোনও কোনও ভিডিও দেখে আমরা শিউরে উঠি। রোম খাড়া হয়ে যায়। তেমনই এক ভিডিও সম্প্রতি শেয়ার হয়েছে টুইটারে। নাভাল কান্ত সিনহা নামে এক ব্যক্তি টুইটারে শেয়ার করেন একটি ভিডিও, যেটি দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা গেছে ২বছর বয়সী একটি শিশু (Kid) আর একটি শিশুর সঙ্গে খেলতে খেলতে আকস্মিকভাবে পড়ে যায় একটি চলন্ত ট্রেনের নিচে। শিশুদুটি খেলা করতে করতে হঠাৎ করেই চলে আসে রেললাইনের ধারে। তারপর টাল সামলাতে না পেরে পড়ে যায় একটি চলন্ত মালগাড়ির (Goods Train) নীচে। ভিডিওটা এই অবধি দেখে আঁতকে ওঠেন সকলে। তবে সবাইকে অবাক করে দিয়ে শিশুটি নিরাপদে সুস্থ অবস্থাতেই ফিরে আসে। বিশেষ চোটও লাগেনি।
জানা গেছে ভিডিওটি হরিয়ানার বল্লভগড়ের ঘটনা। সৌভাগ্যবশত বল্লভগড় স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় মালগাড়িটির ইঞ্জিনের সামনে এই ঘটনাটি ঘটে। সেই সময়ে মালগাড়ির গতিবেগ ছিল খুবই কম। সেই কারণেই চালক অতি তৎপরতার সঙ্গে ট্রেনটি থামাতে সমর্থ হন। আর যার ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও রক্ষা পেয়ে যায় শিশুটি। যদিও ইঞ্জিনের নীচেই আটকে পড়েছিল সে। তবুও বিশেষ চোট না পেয়েই ফিরে আসে সেই শিশু।
ये वीडियो देखकर ही रोंगटे खड़े हो गए। वायरल वीडियो आगरा-वल्लभगढ़ रुट का बताया जा रहा है। कुछ लोगों ने शरारत में छोटे से बच्चे को रेलवे ट्रैक पर लाकर खड़ा कर दिया। लेकिन ट्रेन पायलट की सूझबूझ से बचा हादसा… बच्चा इंजन में फंस गया था…#viralvideo@Uppolice please check… pic.twitter.com/lKrkg2xfnu
— Naval Kant Sinha | नवल कान्त सिन्हा (@navalkant) September 23, 2020
আপাতত এই ভিডিও ভীষণভাবে ভাইরাল(Viral) হয়েছে টুইটারে এবং বেশীরভাগ মানুষই শিশুটির ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন রিটুইট করে। তার পাশাপাশি মালগাড়ির চালককেও ধন্যবাদ জানাতে ভুলছেন না তাঁরা।