West Bengal

‘তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো’, বিজেপির হয়ে ভোট চাওয়ায় অধীরকে ‘গদ্দার’ বলে কটাক্ষ মমতার

বিজ্ঞাপন

Mamata Banerjee slammed Adhir Chowdhury: ‘তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো’, সম্প্রতি এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। এবার তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই মুর্শিদাবাদের বহরমপুরের মাটিতে দাঁড়িয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তোপ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slammed Adhir Chowdhury)

বিজ্ঞাপন

লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের নানান প্রান্তেই নির্বাচনী সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানান সভা থেকে প্রতিপক্ষ দলের উদ্দেশে নানান কটাক্ষ করছেন তিনি। আজ, বুধবার তৃণমূলের বহরমপুরের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে মুর্শিদাবাদের বড়ঞায় ডাকবাংলো কিষাণ মান্ডির মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জনগণের অধীর চৌধুরীকে ভোট না দেওয়ার কথা বলেন তিনি (Mamata Banerjee slammed Adhir Chowdhury)। বলেন, “ওঁর নাম বলতে আমার ভাল লাগে না। ইন্ডিয়া’র বড় গদ্দার! সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন আর সন্ধ্যায় নিজের পা ধরেন। লোকসভায় উনি বিরোধী দলনেতা। নেতা তো মানুষের ছাতা। উনি ছাতা হয়ে কোন কাজ করেছেন”?

বিজ্ঞাপন

গত রবিবার বহরমপুরে ভোট প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে সেখানে অধীরের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে শোনা যায় নি তাঁকে। ফলে কংগ্রেস-বিজেপি আঁতাত নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়ে এদিন মমতা বললেন, “পরশু এখানে বিজেপির সভাপতি নড্ডা এলেন। অধীরের নামও মুখে আনলেন না। আসলে বিজেপির সবচেয়ে বড় সমর্থক অধীর! এটা ভেবেও আমার লজ্জা হয়” (Mamata Banerjee slammed Adhir Chowdhury)

বিজ্ঞাপন

এদিন অধীরের পাশাপাশি মমতা কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। বলেন, “সংখ্যালঘু ভোট কাটার জন্য মুর্শিদাবাদে সেলিম দাঁড়িয়েছেন”। মমতার কথায়, বাংলায় বিজেপি-কংগ্রেস-সিপিএম সব ভাই ভাই (Mamata Banerjee slammed Adhir Chowdhury)

বিজ্ঞাপন

বলে রাখি, সম্প্রতি অধীর চৌধুরীকে দেখা গিয়েছে বিজেপির হয়ে ভোট চাইতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোটের আবহে অধীরের এমন কাণ্ডে বাম-বিজেপি-কংগ্রেসের আঁতাতে যেন সিলমোহর পড়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলের ভোট কাটার জন্য বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন অধীর চৌধুরী।   

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading